আমাদের কথা খুঁজে নিন

   

নোবিপ্রবি’র ছাত্রছাত্রীদের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ



গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এবি ব্যাংক-আইইউটি দ্বিতীয় জাতীয় আইসিটি ফেস্টিভ্যাল-২০০৯। ফেস্টিভ্যালের বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিলো প্রোগ্রামিং কনটেস্ট, সফটওয়্যার এবং হার্ডওয়্যার প্রদর্শনী, প্রজেক্ট প্রদর্শনী, আইসিটি অলিম্পিয়াড এবং স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এনএসটিইউ সিলিকন ক্রুজ নামে একটি প্রোগ্রামিং দল প্রথমবারের মত এ ধরনের একটি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রায় ৬৩টি প্রোগ্রামিং দলের মধ্যে এনএসটিইউ সিলিকন ক্রুজ সম্মানজনক স্কোর অর্জন করে। নোবিপ্রবি’র প্রোগ্রামিং দলের সদস্যগণ হলো-ইফতেখার মাহমুদ তৌহিদ (দলনেতা), মারুফ হাসান বুলবুল এবং মোঃ আশিকুর রহমান।

তারা সকলেই সিএসটিই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। এনএসটিইউ সিলিকন ক্রুজ প্রোগ্রামিং দলের কোচ হলেন বিভাগের প্রভাষক জনাব রাশেদ মোস্তফা। নবগঠিত এ প্রোগ্রামিং দলের উদ্দেশ্য হলো প্রোগ্রামিং প্রতিযোগিতার বিভিন্ন নিয়ম-কানুন জানা এবং বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রদত্ত সমস্যাসমূহ সমাধানের পন্থা অবগত হওয়া। এছাড়া নোবিপ্রবি’র ছাত্রছাত্রীরা প্রজেক্ট প্রদর্শনী এবং আইসিটি অলিম্পিয়াডেও অংশগ্রহণ করে। আইসিটি ফেস্টিভ্যালের প্রজেক্ট প্রদর্শনী পর্বে নোবিপ্রবি’র দু’টি দল চারটি প্রজেক্ট উপস্থাপন করে।

দর্শনার্থী এবং সম্মানিত বিচারকমণ্ডলী প্রজেক্টসমূহের ভূয়সী প্রশংসা করেন। এ ইভেন্টে ভার্সেটাইল রেজাল্ট ক্রিয়েটর (ভিআরসি) প্রজেক্টের জন্য সিএসটিই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র খালেদ হোসেন সৈকত এবং মুশফিক-ই-মাহবুব চতুর্থ স্থান অর্জন করে। এ ছাড়াও খালেদ হোসেন সৈকত এবং মুশফিক-ই-মাহবুব অনলাইন লাইব্রেরী, মারুফ হাসান বুলবুল রেলওয়ে ম্যানেজমেন্ট সিস্টেম এবং ইফতেখার মাহমুদ তৌহিদ ইউএসবি ম্যানেজার নামক ভিন্ন ভিন্ন প্রজেক্ট উপস্থাপন করে। আইসিটি অলিম্পিয়াডে মারুফ হাসান বুলবুল চতুর্থ স্থান এবং মাহমুদুল হাসান রানা সপ্তম স্থান অর্জন করে। নোবিপ্রবি’র ছাত্ররা আইসিটি ফেস্টিভ্যালে অংশ গ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ নোবিপ্রবি’র ছাত্রদের কর্তৃক উপস্থাপিত প্রজেক্টসমূহের প্রশংসা করেন। তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা জানতে চান এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করেন। http://www.youtube.com/watch?v=Bd1VvicQR_A

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.