আমাদের কথা খুঁজে নিন

   

মিশুক মুনির আর তারেক মাসুদের কথা কি কারো মনে আছে ??

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! কয়দিন আগে তাদের নিয়ে কত কছুই না হল । কত লেখালেখি, কত মিটিং, মিছিল অনশন ! সব কিছু দেখে আমার মনে হয়েছিল যে আমাদের দেশে মানুষ গুলো হয়তো একটু হলেও বদলিয়েছে । হয়তো অন্যের কষ্টে তাদের কষ্ট হয় । তাইতো এতোকিছু । কিন্তু না!! আমার ধারনা চরম ভাবেই ভূল ।

সব কিছু মেকি, সবকিছুই ঢং, লোক দেখানো আর এই ঢং টা সব থেকে বেশি করে মিডিয়ার লোকজন । মিডিয়ার ঐ লোকগুলা এমন ভাবে খবর গুলা প্রচার করে যেন মনে হয় তাদের আপন মায়ের পেটের কেউ মারা গেছে । কিন্তু তারা সেগুলার বিন্দু মাত্র ফিল করে না । মিশুক মুনির আর তারেক মাসুদের মৃত্যুর পর খবর দেখিলাম । সেখানে সাবেক এক টিভি অভিনেত্রী আর ATN বাংলার একজন নামিদামি মহিলা রিপোর্টারের বক্তব্য প্রচার করা হচ্ছিল ।

তাদের বক্তব্য শুনে মনে হল মিশুক মুনির আর তারেক মাসুদ যেন তাদের মায়ের পেটের স্বামী । কত কষ্টই না তাদের হচ্ছে । কতই না ব্যথিতো, শোকাহত !!! কিন্তু তারপর ???? তারা গেলেন কই?? তাদের শোক তাদের কষ্ট গেলো কই ?? আর একবারও কি তাদের কেউ ঐ দুজনের কবরের পাশে গিয়েছে?? কে যাচ্ছে ?? কার এতো সময় আছে ?? টিভিতে ভাষণ দিয়েছি এই অনেক হয়েছে ?? এমন টাকরা মোটেও ঠিক না । যদি অন্যের শোকে কোন কষ্ট অনুভূত না হয় তবে লোক দেখনো কষ্টের অভিনয় করা উচিৎ নয় । আচ্ছা বাদ দেই ।

কি হবে এসব বলে ?? আচ্ছা বুকে হাত দিয়ে আমরা কি কেউ বলতে পারবো যে আমরাই বা ঐ দুজনের কথা মনে রেখেছি !! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.