আমাদের কথা খুঁজে নিন

   

কানাডায় আছড়ে পড়েছে নাসার কৃত্রিম উপগ্রহটির ভগ্নাংশ

আপন আলোয় উজ্জল............. নাসার ছয় টন ওজনের কৃত্রিম উপগ্রহটির ভগ্নাংশ কানাডায় আছড়ে পড়েছে। গত শনিবার সকালে ভগ্নাংশগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে খণ্ড খণ্ড হয়ে কানাডার ক্যালগারি অঞ্চলে ছড়িয়ে পড়ে। নাসা সূত্র একথা জানিয়েছে। এর দ্বারা কোনো জীবন বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। পশ্চিম কানাডার ক্যালগারির দক্ষিণে ওকোটোকস শহরে উপগ্রহটির ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে বলে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট টুইটারের মাধ্যমে নাসা জানায়।

এতে আরো বলায় হয়, পরে বিস্তারিত জানানো হবে। আপার অ্যাটমোসফেয়ার রিসার্চ স্যাটেলাইট (আইএআরএস) নামে পরিচিত এ কৃত্রিম উপগ্রহটি ২০ বছর ধরে কক্ষপথে ঘুরছিলো। এই উপগ্রহটিই পৃথিবীর মানুষকে জানিয়েছিল ওজোন স্তরে ছিদ্র হওয়ার কথা। জ্বালানি ফুরিয়ে যাওয়ায় ২০০৫ সালে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকেই কক্ষচ্যুত হয়ে পৃথিবীর টানে সরে আসতে থাকে এটি।

তবে উচুঁ কক্ষপথে প্রদক্ষিণের ফলে পৃথিবীতে ফেরার সময় এর অবতরণের সঠিক স্থান নিরূপণ করতে পারেনি নাসার বিজ্ঞানীরা। ইউএআরএসের ২৬টি পৃথক অংশ পৃথিবীতে এসে পড়েছে যার মোট ভর প্রায় পাঁচশ কেজি। সূত্র রয়টার্স ও এমএসএনবিসি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।