আমাদের কথা খুঁজে নিন

   

কানাডায় আসবেন ?

মুক্তচিন্তার পথিক স্বপ্নের দেশ কানাডা। এই দেশে অভিবাসী হতে চায় অনেকেই। কানাডার একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা এই সংখ্যায় কানাডার অভিবাসন নিয়ে একটি দারুণ রিপোর্ট প্রকাশ করেছে। না পড়লে দারুণ মিস করবেন। পড়ুন এবং মন্তব্য করুন- কানাডায় দিন দিন ইমিগ্রেশন কঠিন হয়ে পড়েছে।

প্রতিনিয়তই অভিবাসন নীতি পরিবর্তন করায় কানাডায় আসার উন্মুক্ত দ্বার একে একে হ্রাস পাচ্ছে। আগের চেয়ে রাজনৈতিক আশ্রয় যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি ক্যারিয়ার ক্যাটাগরি কোটাও কমিয়ে দেয়া হয়েছে। ৩৮ ক্যাটাগরি থেকে ২০টি বাদ দিয়ে সেখানে নতুন করে ১১টি ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। ফলে অভিবাসনের ক্ষেত্রে কানাডার অগ্রাধিকার তালিকায় এখন মাত্র ২৯টি ক্যাটাগরি রয়েছে। আগে আবেদনকারীর আইইএল টেস্ট হলেই চলতো।

এখন স্বামী ও স্ত্রী দু’জনের আইইএল টেস্ট লাগবে বলে জানা গেছে। সম্প্রতি কানাডার সর্বোচ্চ আদালত সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে যে, স্পন্সরকৃত ব্যক্তি তাদের আত্মীয়-স্বজনদের কানাডায় আসার পর তার দেখভালের দায়িত্ব তারাই নেবেন। স্পন্সর করে আনা কেউ সোশ্যাল ওয়েলফেয়ার, কোনো ধরনের বকেয়া ঋণ বা সরকারি সাহায্যের উপর নির্ভরশীল হয়ে পড়লে সেই টাকা স্পন্সরদাতাকে ৩ থেকে ১০ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। তবে স্টুডেন্ট ভিসা, বিজনেস আর ইনভেস্ট ক্যাটাগরির জন্য এখনও কানাডা উন্মুক্ত। সিটিজেনশিপ এন্ড কানাডার সূত্রে প্রকাশ ২০১১-এ নতুন ইমিগ্রেশন ভিসা ৭ শতাংশ আর ফেডারেল স্কিলড ইমিগ্রেশন ভিসা প্রায় ২০ শতাংশ হ্রাস পাবে।

প্রভিন্সিয়াল ভিসা সামান্য বৃদ্ধি পেলেও অন্যান্য ক্যাটাগরি (প্রভিন্সিয়াল নমিনি, কুইবেক স্কিলড ও কানাডিয়ান এক্সপেরিয়েন্স এবং বিজনেস ক্যাটাগরি) গত বছরের তুলনায় ৬ শতাংশ কমবে। উল্লেখ্য, গত বছর বিগত ৫৭ বছরের মধ্যে সর্বাধিক সংখ্যক ২ লাখ ৮১ হাজার নতুন ইমিগ্রেন্ট কানাডায় প্রবেশ করেছে। পিতামাতার স্পনসরশিপের কোটাও গত বছরের ১৫ হাজার ৩০০ থেকে কমিয়ে এ বছরে ১১ হাজার করা হবে বলে খবরে প্রকাশ। আরো জানা গেছে, দশ বছরে ৬ লাখ ১৫ হাজার অভিবাসীর মধ্যে প্রায় আট হাজার স্পন্সরড অভিবাসী ওয়েলফেয়ারের আশ্রয় নেয়। ইতিমধ্যে আগের চেয়ে অনেক সামাজিক ও আর্থিকও সুবিধা হ্রাস করা হয়েছে।

এদিকে কানাডায় চাকরির বাজারও খুবই কঠিন হয়ে পড়ছে। ফলে অধিকাংশ নতুন ইমিগ্রেন্ট এসে অর্থনৈতিক সংকটে হিমশিম খাচ্ছে। মূল সংবাদ লিংক  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।