আমাদের কথা খুঁজে নিন

   

(গতকাল যারা দেখেননি তাদের জন্য) এই ভালোবাসার ঋণ শোধ করবো কেমন করে

গত জুন ২০১১ এর ১৯ তারিখে যাত্রা আরম্ভ করেছিলো RaDiO bg24 তাদের প্রাথমিক কাজ ফেইসবুকের একটি ফ্যান পেইজ এর মাধ্যমে। ১২ জন উদ্যমী যুবক বাংলা গান এর দুর্লভ ও হারিয়ে যাওয়া সেরা সব গানগুলোকে সংরক্ষন করে সারা পৃথিবীর সব প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্যই এবং শ্রোতাদের আবার বাংলা গানে ফিরিয়ে আনার জন্য তাদের এই উদ্যোগ। প্রথম দিকে তেমন সাড়া না পেলেও জুলাই মাস থেকে তারা নীরবে দেখতে থাকলো এক বিপ্লবের। যেখানে আস্তে আস্তে সকল বাংলা গান প্রিয় মানুষ দলে দলে গান শোনার জন্য ভিড় করতে লাগলো। যা মাত্র ২ মাসে সর্বমোট ৫ লক্ষ ১৮ হাজার ৯ শত ৯৫ জন শ্রোতা এই পেইজে গান শুনেছে ও গান সংগ্রহ করেছে।

যাদের মাসিক সাবস্ক্রাইবার ১৪০১ জন এবং লাইফ টাইম লাইক ৭৩১ জনের। প্রতিদিন এখন গড়ে ৪০০০ এর বেশি মানুষ নিয়মিত RaDiO bg24 এ গান শুনে ও সংগ্রহ করে। এখানে আছে হারানো দিনের দুর্লভ গান থেকে শুরু করে ব্যান্ড,আধুনিক ও ছায়াছবির দুর্লভ ও জনপ্রিয় গান। শুরু থেকেই RaDiO bg24 প্রতি মাসে একেকটি দুর্লভ (যা অন্য কোন ওয়েবসাইটে ইতিপূর্বে প্রকাশ হয়নি) অ্যালবাম এর গান প্রকাশ করে আসছে। যা শুনে শ্রোতারা সত্যিই মুগ্ধ।

যেখানে আরও একটি চমৎকার বিষয় হলো শ্রোতাদের অনুরোধের গান গুলোকে শ্রোতাদের কাছে পৌঁছে দিচ্ছে। অনেক সময় সব গান তাৎক্ষনিক ভাবে দেয়া না গেলেও সেই সব গান সংগ্রহ এর জন্য তাদের বিশেষ একটি দল মাঠে কাজ করে সেই গানগুলোকে সংগ্রহ করে নিয়ে আসে। যা আগামিতে ধীরে ধীরে প্রকাশ করা হবে বা প্রকাশের অপেক্ষায় আছে। এর মাঝে RaDiO bg24 সবসময় তাদের পাশে সেরা কয়েকজন বন্ধুকে পায় যারা কেউ দেশে থাকেন কেউবা থাকেন বিদেশে। এর মধ্য কয়েকজন সামু ব্লগার ভাইয়েরাও আছেন যারা নিয়মিত এই উদ্যোগ কে সহযোগিতা করে আসছেন।

তারা হলেন- হোসেন মোঃ মশারফ (বেইমান আমি) ভাই, রাজিউর রহমান সোহান ভাই, বাউনডুলে রুবেল ভাই, ইমন কবির (কবির সাহেব) ভাই, আদি ইসলাম,পাতাল পুরের রাজকুমার, এ নোমান (নোমান নোমি ) ভাই,, হাসান মুরাদ ভাই, রাইসুল জুলাহা ভাই, বিশ্বনাতি, এবং সদ্য এই দলে যোগ দিয়েছেন প্রানবন্ত ও সবার প্রিয় নাজমুল হোসেন নয়ন ভাই এবং আরও অনেক নাম না জানা সামুর ব্লগার ভাইয়েরা। মধ্যরাতে RaDiO bg24 আজ উনারা সবাই RaDiO bg24 এর শ্রোতা থেকে পরিবারের মানুষ হয়ে গেছেন। যাদের কে RaDiO bg24 সবসময় পাশে পেয়েছে এবং পাবে। মধ্যরাতে RaDiO bg24 হয়ে উঠে যেন সামুর বাঘা বাঘা সব ব্লগারদের মিলন মেলায়। যেখানে সবাই এক প্রাণবন্ত আড্ডায় মুখর থাকে এবং ফিরে যায় সবাই তাদের নস্টালজিক সময়ে।

তাদের এতো ভালোবাসার ঋণ কিভাবে শোধ করবো তা আমরা জানি না । RaDiO bg24 এখন ধীরে ধীরে তাদের স্বপ্নের লক্ষ্যর দিকে অগ্রসর হচ্ছে, যা হবে বাংলা গানের এক বিস্ময়! এই আধুনিক ও বাংলা গানের দুঃসময়ে RaDiO bg24 আজ যেন এক বাংলা গানের হারানো বিপ্লব ! যারা অনবরত শত ব্যস্ততার মাঝেও শ্রোতাদের বাংলা গানে ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর এবং সারা বিশ্বে এই গান কে একদিন প্রতিষ্ঠিত করাই যাদের লক্ষ্য। আপনিও কি এই বিপ্লবে অংশীদার হবেন? আসুন আমরা সবাই আমাদের হারানো বাংলা গানগুলোকে সংরক্ষণ করি এবং আগামী প্রজম্নের কাছে আমাদের বাংলা গানের সোনালি দিনগুলো ফিরিয়ে দেই যেন আগামী প্রজন্ম আমাদের এই সেরা গানগুলোর সাথে আরও সেরা গান নতুন করে সৃষ্টি করতে পারে। https://www.facebook.com/kokbd24 http://radiobg24.blogspot.com/ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।