আমাদের কথা খুঁজে নিন

   

কানিজ আলমাসকে লিগ্যাল নোটিশ

রাজধানীর অভিজাত বিউটি পার্লার পারসোনার বনানী শাখায় গোপন ক্যামেরায় মহিলাদের ভিডিওচিত্র ধারণ করায় কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চেয়ে পার্লারটির স্বত্বাধিকারী কানিজ আলমাস খানকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার জনস্বার্থে লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের ৪ আইনজীবী অ্যাডভোকেট মাহফুজ হাসান, আরিফুল হক, নুরুজ্জামান ও ইলিয়াস হুসাইন। নোটিশে বলা হয়েছে, ‘কানিজ আলমাস খান বিউটি পার্লারে রূপচর্চার আড়ালে রূপচর্চার কক্ষগুলোতে গোপনে সিসি ক্যামেরার মাধ্যমে মহিলাদের আপত্তিকর ভিডিও চিত্র ধারণ করে আসছেন। যা জনজীবনে ভীতিকর প্রভাব সৃষ্টি, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুন্ন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। ’ পারসোনার এ ধরনের কার্যকলাপ তথ্য প্রযুক্তি আইন ২০০৬ এর ৬৭ ধারা এবং ৫৭ ধারার অপরাধ উল্লেখ করে নোটিশে বলা হয়, উক্ত ধারায় এ ধরনের অপরাধে ১০ বছর করাদন্ড ও ১ কোটি টাকা অর্থদন্ডের বিধান রয়েছে।

নোটিশে কানিজ আলমাস খানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে না তা আগামী ৭ কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে। উক্ত সময়ের মধ্যে জবাব না দিলে জনস্বার্থে কানিজ আলমাস খানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরাসরি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর রাতে একজন শিল্পপতির চিকিৎসক স্ত্রী রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের ৭৬/১ নম্বর ভবনে পারসোনায় স্পা করাতে যান। নিয়ম অনুযায়ী তিনি সেখানে নির্দিষ্ট কক্ষে পোশাক পরিবর্তনের একপর্যায়ে গোপন ক্যামেরা লক্ষ্য করেন। এ নিয়ে সেখানে ব্যাপক হট্টগোল শুরু হলে গুলশান থানার পুলিশ গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও চিত্রসহ কম্পিউটারের হার্ডডিস্ক জব্দ করে।

পারসোনার আটক কর্মচারীরা জিজ্ঞাসাবাদে গোপন ক্যামেরায় আপত্তিকর দৃশ্য ধারণ করার কথা অস্বীকার করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.