আমাদের কথা খুঁজে নিন

   

জনসংখ্যা বাড়ছে, তাই ধর্ষণ বাড়ছে: মমতা

ভারতে ক্রমবর্ধমান ধর্ষণ বৃদ্ধির ঘটনার পেছনের কারণ হিসেবে নতুন তত্ত¡ আবিষ্কার করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মতে, জনসংখ্যা বৃদ্ধির কারণেই ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে! শুধু জনসংখ্যা বৃদ্ধিই নয়, ধর্ষণের কারণ হিসেবে গাড়ি-বাড়ি ও বিলাসবহুল শপিংমল বৃদ্ধিকেও দুষলেন মমতা। তাঁর অভিযোগ থেকে রক্ষা পায়নি ছেলেদের ‘আধুনিকতা’ও! বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিধানসভায় নারীদের শ্লীলতাহানি বৃদ্ধি ও প্রশাসনের ভূমিকা শীর্ষক বিরোধী দলের একজন এমপির করা এক প্রশ্নের জবাবে ‘দিদি’ এসব বিস্ফোরক মন্তব্য করেন! নিজের এমন যুক্তির পেছনে পরিসংখ্যান টেনে কারণও ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী! তিনি দাবি করেন, “২০১২ সালের নভেম্বর পর্যন্ত দিল্লিতে যেখানে ৬২১ জন ধর্ষিত হয়েছে, সেখানে কলকাতায় ধর্ষণের শিকার হয়েছে মাত্র ৪৫ জন! আর এর একমাত্র কারণ কলকাতা ও দিল্লির মধ্যে জনসংখ্যার পার্থক্য!” সংবাদ মাধ্যমের কড়া সমালোচনা করে ‘মমতা দি’ বলেন, “সংবাদপত্রগুলো অতিরঞ্জিতভাবে ধর্ষণের সংবাদ ছাপছে। আগে নারীরা ধর্ষণের কথা বলতেও লজ্জাবোধ করতেন!” এ সময় বিধানসভায় দাঁড়িয়ে বিরোধীদের উদ্দেশে রীতিমত হুমকি দিয়ে তিনি বলেন, “আমাকে জ্ঞান দেবেন না! বেশি কথা বলবেন না!” মমতার এ ধরণের আপত্তিকর ও বিব্রতকর মন্তব্য খোদ তৃণমূল কংগ্রেসের এমপিদেরও হতভম্ব করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর হুংকারে পশ্চিমবঙ্গের বিধানসভাও যেন চুপসে যায়! লিঙ্ক এখানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।