আমাদের কথা খুঁজে নিন

   

জনসংখ্যা এবং জীবনযাত্রার মান (জনসংখ্যা-৬)

ইচ্ছেমতো লেখার স্বাধীন খাতা....

কোনো দেশের মানুষের সংখ্যা দেখে বলা যায় না জনসংখ্যা বেশী না কম। এ জন্য কিছু বিষয় এবং সুযোগ-সুবিধা দেখতে হয়। এজন্য সাধারণত কোনো দেশের বা এলাকার সম্পদের অনুপাতে জনসংখ্যা পরিমাপ করা হয়। মানুষের জীবন ধারণের জন্য কৃষি উৎপাদনের জন্য উর্বর ভূমি এবং বিশুদ্ধ পানি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন। এছাড়াও চিকিৎসা সুবিধা, শিক্ষা সুবিধা, বিশুদ্ধ বায়ু, বাসস্থান, অনুকূল তাপমাত্রা এগুলোও মানুষের জন্য প্রয়োজন।

এসব প্রয়োজন মেটানোর মতো ব্যবস্থার সঙ্গে অতিরিক্ত জনসংখ্যা সম্পর্কিত। ধরা যাক ব্রাজিলের যদি প্রতি বর্গ কিলোমিটারে দুইজন মানুষের প্রয়োজন মেটানোর মতো খাদ্য, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান প্রভৃতি সুবিধা থাকে তাহলে দুইয়ের বেশি জনসংখ্যা হলে ব্রাজিলের জনসংখ্যাকে অতিরিক্ত জনসংখ্যা বলা যাবে। কিন্তু আমেরিকার যদি প্রতি কিলোমিটারে ৫০ জন লোকের জন্য সুযোগ-সুবিধা থাকে তাহলে ৫০-এর বেশি লোক হলে তাকে অতিরিক্ত জনসংখ্যা বলা যাবে। এছাড়াও জনসংখ্যার জন্য বিভিন্ন প্রাকৃতিক বিষয়ের গুরুত্ব আছে। যেমন মানুষের অক্সিজেন সরবরাহ করে গাছপালা।

গাছপালা, বন্য জীব-জন্তুসহ প্রকৃতির বিভিন্ন উপাদানের সমন্বয়ে মানুষের বসবাসের পরিবেশ তৈরি হয়। এগুলো না থাকলে পরিবেশ কিংবা মানুষের টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। এ কারণেই সাহারা মরুভূমির জনসংখ্যার সঙ্গে বাংলাদেশের জনসংখ্যার তুলনা করা চলবে না। পৃথিবীর বিভিন্ন ধরনের সম্পদ রয়েছে। এর মধ্যে কয়লা, তেল, লোহা এগুলোর পরিচিত।

মানুষ নিজেও একটি মূল্যবান সম্পদ। এছাড়াও মানুষ যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বাস করে সেই পরিবেশ এবং ভূমি এক ধরনের সম্পদ। আমাদের প্রধান শহরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। কারণ শহরগুলো আমাদের বহু চাহিদা মিটিয়ে থাকে। পৃথিবীর সম্পদের ওপর সব মানুষের চাহিদা থাকলেও সম্পদের বণ্টন বা ব্যবস্থাপনা সেই চাহিদা অনুযায়ী হয় না।

পশ্চিমি দেশগুলো যে ভোগ-বিলাস করে থাকে তার অধিকাংশই যোগান দেয় দরিদ্র বা অনুন্নত দেশগুলো। যদিও অনুন্নত দেশগুলো এসব বিলাস দ্রব্য ভোগ করার সুযোগ পায়না। জনসংখ্যার তুলনায় অন্যান্য সম্পদ কম হলে মানুষের জীবনযাত্রার মান কমে যায় এবং মানুষ চিকিৎসা, শিক্ষা প্রভৃতির অভাব বোধ করে। জীবনযাত্রার মানকে মাপকাঠি ধরে অতিরিক্তি জনসংখ্যা নির্ণয় করা হয়। যখন কোনো অঞ্চলের জনসংখ্যা এতো বেশি হয়ে যায় যে, মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, নিত্য প্রয়োজনীয় জিনিস এবং সেবার দীর্ঘস্থায়ী অভাব হয়, তখন সেই অঞ্চলে অতিরিক্ত জনসংখ্যা আছে বলা হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।