আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন ছোঁয়ার ব্যর্থ প্রয়াস

আমি আমার মতই বাঁচি, আমি বিহঙ্গ, নিঃসঙ্গ পাখি । আপনি কি স্বপ্ন দেখেন? অবশ্যই, কেন নয় । কে দেখেনা বলুন? কি নিয়ে স্বপ্ন দেখেন? কি নিয়ে দেখিনা তাই বলুন । সব কিছু নিয়ে দেখি । গাড়ি-বাড়ি-অর্থ-প্রতিপত্তি-সম্পত্তি সব কিছু নিয়ে দেখি ।

প্রিয় মানুষটিকে নিয়ে দেখেন না ? তা আবার বলতে । রোজই দেখি । কিন্তু সমস্যা হলো তাকে বাস্তবে পাওয়া স্বপ্ন ছোঁয়ার ব্যর্থ প্রয়াস মাত্র । এই দেখুন না তাকে ভেবে ভেবে একটা কবিতাও লিখে ফেলেছি । স্বপ্ন ছোঁয়ার ব্যর্থ প্রয়াস আমি কাঁদামাটি দিয়ে মূর্তি গরব বলে, একতাল মাটি দু’হাতে নিলাম ।

আমি আমার স্বপ্ন দেখবো বলে, ছুঁয়ে ছুঁয়ে দেখবো বলে, সে মাটিকে রূপ দেয়ার ব্যর্থ সাধনায় যুগ যুগ কাটিয়ে দিলাম । একবার গড়ি, আবার ভাঙ্গি, মনমত হয় না কিছুই আর । কাঁদামাটি ছেনে কাঁদামাটিই করি মূর্তি গড়া হলো না আমার । আমি স্বপ্ন থেকে সুর আনি, ঝর্ণা থেকে হাসি ভ্রমর থেকে কাজল নিয়ে সাজাই পাশাপাশি । গোধূলি থেকে নিই রং আর কল্পনা থেকে রূপ, আদেখা সেই রূপে রাঙাই তোমায়, অবাক পৃথিবী, সব চুপ ।

মেঘ থেকে আমি এলোকেশ নেব, ঝড়-ঝঞ্ঝা থেকে প্রাণ, নীহারিকা থেকে সব জ্যোতি নিয়ে করবো চক্ষু দান । ভোরের সূর্য লাল টিপ দেবে, আমাজান সবুজ শাড়ি, এন্ড্রোমিডা, হারের লকেটে তোমার মানিয়ে যাবে ভারি । খেলা খেলা খেলা , সবই ছেলে খেলা , ছুঁড়ে ফেলি অকাতরে ; একটা স্বপ্ন গড়ে দেখবো তোমায় , কাদামাটির ভেতরে । কিন্তু স্বপ্ন সেতো স্বপ্নই থাকে, পূরণ হয়না মনের আশ, তবু করে যাই বার বার আমি স্বপ্ন ছোঁয়ার ব্যর্থ প্রয়াস । সব শেষে একটা কথাই বলবো ।

কখনো স্বপ্ন দেখা ছারবেন না । কারণ স্বপ্নের শেষ মানে আত্মার মৃত্যু । আর আত্মাহীন মানুষ, মানুষ নয় ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.