আমাদের কথা খুঁজে নিন

   

পরিতৃপ্তির ঢেঁকুর তোলে নিষ্ঠুর সময়ের ফোঁড় ......

সামুর কাছে চির কৃতজ্ঞ ...আমি অবাক নির্বাক হতবাক শতভাগ ... পরিত্যক্ত সময়ের অভিশাপ তাড়িয়ে বেড়ায় দগ্ধ হৃদয়ে অবিরত ঝরে যায়... বয়ে আনা উত্তরসূরী পাপের রুষ্টতা। নিরন্তর পরিহাস করে অন্তর্যামী, বন্দি এখন রক্তগোলাপের শেকলে- অবহেলিত উপেক্ষিত মন। অবশেষে গড়েছি প্রতীকী জীবন,সেখানে বোঝা না বোঝার অন্তরালে এখনও, পাগলা অশ্ব পিঠের সওয়ারী জীবন প্রানান্তর ছুটে চলছে অ-স্তিমিত গতি। তবু সময়ের প্রতিশোধ স্পৃহা প্রবোধহীন শোক মাতমে বাড়ে জীবনের বিসর্জন। সবুজ পাখির অন্তর্দৃষ্টির বিস্তৃতি বিধ্বস্ত, তার খর দৃষ্টিতে বারুদের বৃষ্টি জমা হয়, খুঁড়িয়ে খুঁড়িয়ে জীবন টেনে বেড়ায় পাড় ভাঙ্গা দিশেহারা নদীর মত, অদৃশ্য কষ্ট মাড়িয়ে যাওয়া মাঠের মত চুর্ন বিচুর্ন পলিশ খসে পড়া দেয়ালের মত। উচ্ছিষ্ট পাপের ফুলে পূজা করায় বিক্ষুব্ধ এখন প্রণয় দেবীর মন মন্দির, কালের ধূলায় বিলীন হয়েছে প্রায়শ্চিত্যের পথ, শাস্তি অবধারিত, নিশ্চিত মরনের পরেও। মনের আর্তনাদে পাশবিক রিপুর দলনে পরিতৃপ্তির ঢেঁকুর তোলে নিষ্ঠুর সময়ের ফোঁড়।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।