আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশের হাত থেকে বাচঁতে চান?

ধুর রাস্তা ঘাটে যেমনে দিন দিন মারামারি বাড়তেছে, আর পুলিশ যেমনে পিটাপিটি করতেছে, তাতে ভয়তে থাকি, কোন দিক দিয়া কোন বিপদে পড়ি। এইতো কয়দিন আগেই রাস্তা দিয়ে হাটছিলাম, দেখি কয়েকজন কেন যেন দৌড় দিল, যা আছে কপালে মনে করে দিলাম এক দৌড়। একটু দৌড়িয়েই বুঝলাম যে ওরা মজা করে দৌড়াইছে। কিন্তু আমি গো বেচারা মনে করছি যে মনে লয় পুলিশে ধাওয়া দিছে। সারাদিন চিন্তায় থাকি, কখন যে ধাওয়া খাই।

সব সময় সতর্ক থাকাও একটা সমস্যার বিষয় হয়ে দাড়িয়েছে। উপায় বের করার জন্য অনেক চিন্তা করি, করতেই থাকি। কিছুক্ষণ আগে হঠাৎ করে একটা বুদ্ধি মাথায় আসল। তাই সবার সাথে শেয়ার করতেছি, যাতে করে ব্লগারার অন্তত বাচঁতে পারেন। বুদ্ধিটা ব্যবহার করতে কিছুটা টাকা খরচ করতে হবে।

কিন্তু চিন্তা করেন, কিছু টাকার বিনিময়ে যদি আপনার পিঠ বাচেঁ তাহলে আপনি কি টাকা খরচ করবেন না? ওহ বুদ্ধি? হ্যাঁ বুদ্ধি সহজ। একটা ক্যামেরা কিনেন, নরমাল ডিজিটাল না, এসএলআর বা সেমি-এসএলআর হতে হবে। ধাওয়া পাল্টা ধাওয়া হলেই ছবি তোলা শুরু করে দেন। তবে এই বুদ্ধি আপনাকে সব খান থেকে বাচাঁতে পারবে না। কারণ এখন সাংবাদিকরাও মাইর খায়।

তবে তা সাধারণ পাবলিকের তুলনায় অনেক কম। তাই একটা ট্রাই দিয়া দেখতে পারেন। আর হ্যাঁ এই ফরমুলা আবিস্কারের জন্য আমাকে শান্তিতে নোবেল দেবার কোন দরকার নাই।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.