আমাদের কথা খুঁজে নিন

   

সোনাবরু তুমি কেন আমাদের হত্যাকারী বানালে

সোনাবরু তোমার মৃত্যু কি আমাদের দোষী সাব্যস্ত্য করবে? মরণের ঠিক আগ মুহূর্তে যে সুইসাইট নোট লিখতে তোমাকে আমরা বাধ্য করেছিলাম তা কি আমাদের রক্ষা করবেনা? নাকি তোমাকে হত্যার জন্য যখন আমরা ফাঁসির দড়ি ঠাঙ্গাচ্ছিলাম সেই দুর্যোগময় মুহূর্তে ঠিক গোয়েন্দা উপন্যাসের প্রধান চরিত্রের মতো একটি ছোট্ট কাগজে তুমি একে একে সব হত্যাকারীর নাম লিখে বাইরে ফেলে দিয়েছিলে? সোনাবরু তোমার হাতের লেখা কি পুলিশ বুঝতে পেরেছে? বুঝতে পেরেছে তাদের হাতের মুঠোয় এসে গিয়েছে এক অমূল্য ক্লু যা এক লহমায় তাদের করে ফেলবে দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম? সোনাবরু তোমাকে তো সুবোধ মেয়ে বলেই জানতাম। এখন দেখ মৃত্যুর পর আমাদের বিশ্বাসকে তুমি কেমন নাড়িয়ে দিলে। তোমার ঐ ছোট্ট চাতুরী, ঐ ছোট্ট কাগজখানা যা আমাদের নজর এড়িয়ে তুমি ছুঁড়ে ফেলেছিলে জানালা গলিয়ে বাইরে, তা এক বিদঘুটে দুঃস্বপ্নের মতো বারবার হামলা করছে আমাদের। আমাদের শান্তিতে থাকতে দিচ্ছে না। সোনাবরু তোমাকে তো ভাল মেয়ে বলেই জানতাম। অথচ দেখ পুলিশি হানার ভয়ে এখন কি রাত কি দিন আমাদের নির্ঘুম সময় কাটে। সোনাবরু তুমি আর ফিরবেনা জানি। যেমন জানতে তুমিও। তবে কেন আমাদের অপরাধী করে গেলে? আমাদের হত্যাকারী বানালে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।