আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ক্রিকেট টিম এর অভাগা খেলোয়ার দের গল্প । পর্ব - ৩

বাংলাদেশ ক্রিকেট টিম টেস্ট স্টেটাস পাওয়ার পর থেকে আজ অবধি জাতীয় দলে অনেকের অভিষেক হয়েছে , তার মধ্যে কিছু খেলোয়ার ছিলেন যারা এক বা দুই ম্যাচ খেলেই বাদ পরে গেছেন এবং আর কোনদিন জাতীয় দলে খেলার সুযোগ পান নি । অনেকে হয়ত তাদের নামই ভুলে গেছেন । সেই সব অভাগা খেলোয়ার দের নতুন করে পরিচয় করিয়ে দিতে আমার এই প্রচেষ্টা । আজ থাকছে ওপেনার আনোয়ার হোসেন এর গল্প । আনোয়ার হোসেন উইকেট কিপার কাম ওপেনিং ব্যাটসম্যান ।

বাংলাদেশ সফর করছিল ওয়েস্ট ইন্ডিজ । তিন ম্যাচ এর ওয়ানডে সিরিজ এ শেষ ম্যাচ এ নামলেন আনোয়ার হোসেন । এর আগের দুই ওয়ানডে তে ক্যারিবিয়ান ফাস্ট বোলার ভাসবার্ট ডির্কস এর বোলিং এর সামনে ওপেনিং ব্যাটসম্যানরা সফল হতে পারছিলেন না । তাই যখন দেখলাম এসানুল হক সেজান এর সাথে ছোট খাট গড়নের একটা ছেলে ওপেনিং এ নামছে তখন একরকম সিওর হয়ে গিয়েছিলাম যে আজ ও আগের দুই ম্যাচ এর মত শুরুতেই খেলা দেখার সাধ মিটে যাবে ! কিন্তু সবার ধারনা ভুল করে সেই ছোট খাট খেলোয়ার টিই খেলে ফেলল ১০০ বলের উপরে ! তখন কার সময় বাংলাদেশ দলে রানের চেয়ে টিকে থাকাকেই বড় মনে হত । সেই দিক দিয়ে আনোয়ার হোসেন কে সফল বলা যায় ।

আনোয়ার শুরুতে ধরে খেললেও পরে মেরে খেলতে শুরু করেন , শেষ পর্যন্ত তার প্রথম ওয়ানডে ম্যাচ শেষ হয় ৪২ রানের এক যলমলে ইনিংস এর মাধ্যমে । ম্যাচটিতে বাংলাদেশ দল ৮৬ রানের ব্যাবধানে পরাজিত হয় । তার পরও এই ম্যাচ এ বাংলাদেশ এর দুই জন এর পারফর্ম ছিল চোখে পরার মত । এক জন আনোয়ার হোসেন , অন্য জন অলক কাপালি । এই ম্যাচ এ অলক তার অন্যতম সেরা ৮৯ রানের ইনিংস টি খেলেন ।

এত কিছুর পরও সবচেয়ে খারাপ বিষয় ছিল যেটা সেটা হল এত ভাল শুরুর পরও আনোয়ার হোসেন কে আর কোন ওয়ানডে তে সুযোগ দেওয়া হয়নি । ফলে মাত্র এক ওয়ান ডে খেলে তার ওয়ান ডে কেরিয়ার শেষ করতে হয় ! তখনকার সময় বাংলাদেশ দলে যেটা নিয়ম হয়ে গিয়েছিল একটু ভাল খেললেই তার মাথায় টেস্ট ক্যাপ তুলে দেওয় । এক্ষেত্রে ও তাই হল এক ওয়ানডের পারফর্ম দেখে আনোয়ার হোসেন কে টেস্ট এ নামিয়ে দেওয়া হল ! ১৮ বছরের এক তরুন যে কিনা সবে মাত্র জাতীয় দলে তার প্রথম ম্যাচ খেলল , তাকে কেরিয়ার এর শুরুতেই চাপে ফেলে দিল । ফলে যা হওয়ার তাই হল ওপেনং এ নেমে প্রথম ইনিংস মাত্র ২ রান এ আউট হয়ে গেলেন । দুই ইনিংস মিলিয়ে করতে পারলেন ১৪ রান ।

আর বাংলাদেশ ও হারল বিশাল ব্যাবধানে । দল ও নিজের খারপ খেলার খেশারত দিতে হল আনোয়ার হোসেন কে , এই ম্যাচ এর পর তাকে আর জাতীয় দলে ডাকা হল না । মাত্র দুই ম্যাচ খেলেই তার জাতীয় দলের কেরিয়ার শেষ করতে হয় । ২০১১ সালে ঢাকা বিভাগ এর হয়ে সর্বশেষ ঘরোয়া ক্রিকেট খেলে খেলোয়ারি জীবনের ইতি টানেন প্রতিভাবান এই ক্রিকেটার । আনোয়ার হোসেন আগের পর্ব গুলো বাংলাদেশ ক্রিকেট টিম এর অভাগা খেলোয়ার দের গল্প ।

পর্ব - ১ বাংলাদেশ ক্রিকেট টিম এর অভাগা খেলোয়ার দের গল্প । পর্ব - ২ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.