আমাদের কথা খুঁজে নিন

   

ঘরেই রাখুন এক টুকরো সমুদ্র ....

মন ভাল নেই... পানি ভর্তি স্বচ্ছ কাঁচের অ্যাকুরিয়ামে নানা প্রজাতির দৃষ্টিনন্দন সামুদ্রিক মাছ রাখাটা যেন একটা শিল্প। সামুদ্রিক প্রাণী বৈচিত্রে এটি হয়ে ওঠে এক টুকরো সমুদ্র। আপনি অ্যাকুরিয়াম বিভিন্ন মাপের এবং ডিজাইনের করে নিতে পারেন। অ্যাকুরিয়ামটি আপনার বাড়ির কোন জায়গাটিতে রাখতে চান সেই জায়গার মাপ অনুযায়ী কিনতে পারেন অথবা বানিয়ে নিতে পারেন। তবে বাজারে স্ট্যান্ডার্ড মাপের অ্যাকুরিয়াম যে কোন দোকানেই পাবেন।

পছন্দ মত বৈচিত্রময় রঙের মাছ রাখুন অ্যাকুরিয়ামে। নিজের ঘরে চলতে ফিরতে যখন অসংখ্য প্রাণের আনাগোনা টের পাবেন তখন মন ভরে উঠবে, নিজের ভেতরে প্রাণচাঞ্চল্যতা ভরপুর কর্মোদ্যম টের পাবেন। একেকটা প্রজাতির মাছের চরিত্র একেকরকম হয়। আপনি খেয়াল করে তাদের আচরণ পর্যবেক্ষণ করলে প্রচন্ড্র আনন্দ উপভোগ করবেন আর সেইসাথে সামুদ্রিক প্রাণীজগত সম্পর্কে জানাটাও বাড়তি আনন্দ। অ্যাকুরিয়ামে রাখার জন্য অনেক রকম মাছ পাওয়া যায়।

গোল্ড ফিশ,এ্যাঞ্জেল ফিশ, ডিসকাস ,ক্যাটফিশ, টেট্রা ,শার্ক, সিচাইল্ড, অস্কার, বার্ব , গাপ্পি, রেইনবো ফিশ, পাফার ফিশ , সার্ডটেইল, স্ক্যাভেঞ্জার আরও কত মাছ! মজার ব্যাপার হল একেকটা মাছের শত শত প্রজাতি আছে। প্রতিটি ভিন্ন ভিন্ন রঙ এবং আলাদা সৌন্দর্য্যরে। বিক্রেতার সাথে পরামর্শ করে জেনে নিন এক অ্যাকুরিয়ামে একসাথে কোন কোন মাছ থাকতে পারে ,তাদের খাদ্যাভ্যাস এবং সাধারণ যত্নাদি। অ্যাকুরিয়ামের যত্নের জন্য কিছু তথ্য আপনার জানা থাকা দরকার। এ বিষয়ে আপনাকে সাহায্য করবেন মাছ বিক্রেতা নিজেই।

কতদিন পরপর পানি পরিবর্তন করতে হবে, পানি পরিবর্তনের সময় কি কি মেডিসিন, ভিটামিন দিতে হবে, লবন কি পরিমান দিতে হবে ইত্যাদি। পরিমাণটা নির্ভর করবে অ্যাকুরিয়ামে পানি এবং মাছের ধারণ ক্ষমতার ওপর। অ্যাকুরিয়ামে অনেক শ্যাওলা জন্মে তাই সাকার মাউথ ক্যাট ফিশ অ্যাকুরিয়ামে রাখলে শ্যাওলা জমে থাকা থেকে মুক্তি পাবেন। ছোট্ট এই সমুদ্রটি শুধু আপনাকেই নয়, চারপাশের মানুষকেও আনন্দ বিলাবে ! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.