আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাম্পাসের গাছেরা যে আমার প্রেমিকা

Only I know what is my goal, My heart is my temple. ফেসবুক কাব্য-১০ কাজী সায়েমুজ্জামান সেই ভরা সন্ধ্যায় অপরাজেয় বাংলার পাদদেশে, আমার হাতে হাত রেখে তুমি বলেছিলে অবশেষে। কার জন্য এই তুমি ? সে কে ? কী বা তার নাম? সেই বন্ধ্যা সময়ের সান্নিধ্যে কিছুই বলতে পারিনি এই আমি কেন আমি হলাম? কার কাছে আছি ঋণী? সুনয়না, আমি তোমার চোখে হারিয়ে গিয়েছিলাম। বহুদিন পর স্মৃতিরা ফিরে আসে এই বাঁশরীর রাতে জোনাকী পোকাদের মিছিল অবিরাম আলো হাতে বাইরের আলোর বর্ষায় ঝরঝরে পুলকিত আকাশ আমাকে বারবার বলে কার জন্য এত স্মৃতিবিলাস? আজ তাই আমি সবার কাছে সবকিছু বলে দিলাম। স্মৃতি ভারাক্রান্ত মন, প্রেয়সীর কেমন আকর্ষন কবিতায় কখনো যায়না লিখা, শুধু আমি জানি এত মায়া কেন? প্রতিদিন ভালবাসা দিয়ে যাই এখনো ক্যাম্পাসের গাছেরা যে আমার প্রেমিকা। চুয়াডাঙ্গা, ২৫ সেপ্টম্বর, ২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.