আমাদের কথা খুঁজে নিন

   

রাস্তা থেকে একটু ক্যাম্পাসের ভেতরের দিকে চলে আসা উচিত।

শাহাবাগের আন্দোলনের জায়গাটা একটু ভেতরে করলে ভালো হয়। এমনিতেই ঢাকা শহরে জ্যাম। আর জনগণকে কষ্ট দিয়ে তো লাভ নেই। আন্দোলনের প্লেসটা ক্যাম্পাসের দিকে চলে এলে ভালো। আন্দোলন যাতে থেমে না যায়।

এজন্য আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। বিভিন্ন মহল এখন এই আন্দোলনকে থামানোর চেষ্টা করছে। জনগণকে এখন এই আন্দোলনের প্রতি আরও চরমভাবে সমর্থন দেয়া উচিত। জনগণ এই আন্দোলনের মাধ্যমেই তাদের সকল দাবি তুলে ধরতে পারে। এখানে কেউ বাদ যাবে না।

লীগ বিএনপি, জামায়াত কেউ বাদ যাবে না। যদি এই আন্দোলনকে বহুমুখী দাবির ক্ষেত্র তৈরি করতে পারে। তবেই আন্দোলনের স্বার্থকতা। শুধু যুদ্ধাপরাধীদের ফাঁসি আর ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের মধ্যে এই আন্দোলন সীমাবদ্ধ থাকতে পারে না। যদি একটা সীমায় আবদ্ধ থাকে তাহলে এটা জনগণের আন্দোলন হবে না।

যদি এটা জনগণের আন্দোলন হয় তাহলে মেইন রাস্তা থেকে সরে এসে একটু ভেতরে আন্দোলন করা উচিত। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।