আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাম্পাসের গান : নাগরিকা.....

বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি নাগরিকা ! নগরের দুলালী তুমি শার্ট-প‌্যান্ট-পার্লারে আমার কোমল ভালোবাসা পারবেনা নিতে............. পাড়াগায়ের ছেলে আমি মাথার কারুকাজে আজ ভার্সিটিতে নতুন পশ্চিমা ফ্যাশনে তুমি ক্যাম্পাস কাঁপিয়ে যাচ্ছ চেকিয়ে চেকিয়ে হেটে নাগরিকা ! নগরের দুলালী তুমি শার্ট-প‌্যান্ট-পার্লারে আমার কোমল ভালোবাসা পারবেনা নিতে............. বিলাসের অভিলাষে দু'চোখের কামনাতে মন শুধু ছোটে তার ভিসাকার্ড,পালসার আর হাতে করা নোটে প্রেমের বেচাকেনা হয় এই নাগরিক বাজারে নাগরিকা ! নগরের দুলালী তুমি শার্ট-প‌্যান্ট-পার্লারে আমার কোমল ভালোবাসা পারবেনা নিতে............. পাড়াগায়ের ছেলে আমি মাথার কারুকাজে আজ ভার্সিটিতে নতুন পশ্চিমা ফ্যাশনে তুমি ক্যাম্পাস কাঁপিয়ে যাচ্ছ চেকিয়ে চেকিয়ে হেটে তোমার চোখের বিনাসী প্রণয় ডাকে মাঝ পথে ফিরে আসি কাছে যেতে গিয়ে আমি লজ্জ্বা পাই ঐ চতুর দৃষ্টি দেখে নাগরিকা ! নগরের দুলালী তুমি শার্ট-প‌্যান্ট-পার্লারে আমার কোমল ভালোবাসা পারবেনা নিতে............. আলীম হায়দার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.