আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষা ও স্বপ্ন / ব্যঙ্গ কবিতা

বেশ সাহিত্য রস মিলে জ্ঞানির মগজে ভোলানাথ পড়ে শুধু বুঝেনা সহজে দাঁড়ি গোঁপ ওয়ালা লোক নিত্য দেখে যায় ঘুম সেরে উটে ভোরে তার দেখা হুতা পায় একদিন চান্দু তারে জিজ্ঞাসে তায় গিয়ে কি পড়েন মনোযোগে প্রত্যহ আলয়ে টেবিলে পা তুলে তাকায় ভুলানাথ ভাবে অতি গম্ভির ভয়ে সে প্রান পাত একটা চিঠি সেই মান্দা আমলের খুজে না পাই পণ্ডিত তাই নজর দখলের যদি হয় দলিল জমিদারি গুপ্তধন বসে বসে করব ভুগ সুখি হয়ে নিরূপণ বানাব রাজপ্রাসাদ থাকবে মন্ত্রি সাস্ত্রি কতজন হাতি শালে হাতি , ঘোড়া আর চাকর গন আসবে রানী , থাকবে পাশে থাকবে রাজ সিংহাসন দরবার বসবে করব ন্যায়বিচার টিকবেনা প্রহসন গরিব দুখির জন্য খুলে দেব রাজ ভাণ্ডার লঙ্ঘর খানা খুলে দেব লয়ে শাহি সমচার যুদ্ধ করে আনব বিজয় জয়ের নিশান ওড়ায়ে রাজ তোরনে বিজয় উল্লাস শুনব মন ভরায়ে । হটাৎ এক হাল্কা বাতাসে তার হাতের কাগজ খানা ওরায়ে নেয় অনেক দূরে নীল আকাশের ঠিকানা প্রচণ্ড এক হাঁক ছেড়ে এবার দ্বারায় ভোলানাথ হায় হায়রে এক নিমিষেই হাওয়ায় মিলায় মনের সাধ চান্দু সুধায় অহে বাপু অক্ষর জ্ঞান কি রয় জানা মাথা নাড়ে চুল ছিড়ে কহে এই জিনিসেই অজানা চান্দু ভাবে মুচকি হেসে , এত দিন তার কি সাধনা না বুঝে শিক্ষা দিক্ষা তাই তার সব রয় অচেনা ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.