আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশি ছাত্রদের আকৃষ্ট করতে নতুন ভিসা-নীতি অস্ট্রেলিয়ার

সাধারন একজন অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি ছাত্রদের আকৃষ্ট করতে নতুন ভিসা-নীতি ঘোষণা করেছে দেশটির সরকার। গতকাল বৃহস্পতিবার এ নতুন নীতির ঘোষণা দেওয়া হয়। ২০১২ সালে দ্বিতীয় সেমিস্টার থেকে এ ঘোষণা কার্যকর হবে। অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেসের (এএপি) বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ কথা জানায়। নিউ সাউথ ওয়েলসের সাবেক মন্ত্রী মাইকেল নাইট আগের ভিসা-নীতি পর্যালোচনা করে ছাত্রদের জন্য নতুন নীতি তৈরি করেন।

ভিসার নতুন নিয়ম ছাত্রদের জন্য অনেক সহজ করা হয়েছে। এ ছাড়া আবেদন করতে আগের চেয়ে ৩৬ হাজার ডলার (অস্ট্রেলীয় ডলার) কম লাগবে। মাইকেল নাইটের দেওয়া ৪১টি সুপারিশ সরকার গ্রহণ করেছে। নতুন নিয়মে অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষে যোগ্যতা ভেদে ছাত্ররা দুই থেকে চার বছর পর্যন্ত তাঁদের ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। আসল ছাত্রকে চেনার পাশাপাশি পড়া শেষে তাঁরা যেন অস্ট্রেলিয়া ছেড়ে যান, তা প্রমাণ করার ব্যবস্থা রাখা হয়েছে নতুন ভিসা-প্রক্রিয়ায়।

শিক্ষামন্ত্রী চ্যারিস ইভান্স বলেন, ভিসার নিয়মে পরিবর্তন আসায় অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিকভাবে আরও বেশি প্রতিযোগিতায় অবতীর্ণ হতে পারবে। তিনি আরও বলেন, আগের ভিসা-পদ্ধতি এ দেশে পড়তে আসা ছাত্রদের আগ্রহে বাধার সৃষ্টি করত। নতুন এ পদ্ধতিতে ছাত্ররা এ দেশে পড়তে আসতে আকৃষ্ট হবেন। অস্ট্রেলিয়ান ডলারের উচ্চমূল্য, অভিবাসন-প্রক্রিয়ার জটিলতা এবং কিছুদিন আগে ভারতীয় ছাত্রদের ওপর আক্রমণের কারণে অস্ট্রেলিয়ায় পড়তে আসা ছাত্রদের সংখ্যা দিন দিন কমছিল। এ বছরের প্রথম তিন মাস এখানে পড়তে আসা ছাত্রদের সংখ্যা গত বছরের তুলনায় ৮ দশমিক ৭ শতাংশ কমে যায়।

click this link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।