আমাদের কথা খুঁজে নিন

   

রূপান্তরিত (!!!) মানুষ

সমাজ নাকি নারী-পুরুষের সমন্বয়!!! যারা আজও এদের মাঝের জন তাদের কথা একটু বলি- নারী-পুরুষের মাঝে যে মানুষ সে আজও মানুষ নয়, অন্তত কলমের দাবীতে তারা মানুষ হলেও মনের দাবীতে নয়। । সমাজ নামের ধারাপাতে তারা আজও অদৃশ্য, আমরা তাদের কথা তেমন একটা বলি না বা শুনতেও চাই না। কথিত সমাজে এই শ্রেণীর মানুষের অবস্থান অবান্তর; শিল্প-সাহিত্যে,প্রতিভাবান-সুশীল শ্রেণীর কথোপকথনে তারা বিলীন। প্রকৃতির সাথে আজও আমরা নিষ্ঠুর , সামাজিক অনুষ্ঠানে-কার্যক্রমে তাদের অনুপস্থিতই কাম্য।

সামাজিক সুবিধাদি হইত তাদের জন্য নয়। আমাদের সযতন অবহেলা তাদের জন্য অভিশাপ; তারাও খাই; হয়ত দুঃখের গান গাই। তবু বোধহয় তারা মানুষ নয়। । পথে-পথে সাম্যের গান গাওয়া হয় কই দেখিনাতো সাম্যবাদীদের তাদের পাশে!!! কই তাদের ভোটার হবার আন্দোলন?? ধর্ম হইত তাদের অস্বীকার করেছে নইলে কই তাদের মসজিদ-মন্দির?? ক্ষণেক্ষণে মনেমনে তাদের আবছা ছায়া পরে কারণ বোধহয় তারা মানুষ নয়।

। জাতি আজ ভিন গ্রহের প্রানীদের সন্ধান দেয় নিজ গ্রহের এই উপেক্ষিত মানুষের জন্য কী করে?? আজ আমাদের কতটা অসম্মান, কতটা লুপ্ত মানবিক কলতান!! মানুষ হিসেবে দিতে পারি নাই তাদের হৃদয়ে স্থান। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.