আমাদের কথা খুঁজে নিন

   

লিকুইড নেট প্রযুক্তি আনল নকিয়া সিমেন্স নেটওয়ার্কস

দিয়ে ছিলে যা নিয়ে নিতে পার, লেখা কবিতা গাওয়া গান যত, খুজে দেখো না পাবে না কেউ আমার মত... ভবিষ্যৎ ব্রডব্যান্ড সেবার নতুন প্রযুক্তি হিসেবে 'লিকুইড নেট' প্রযুক্তি বাজারে এনেছে নকিয়া সিমেন্স নেটওয়ার্কস। নতুন এ প্রযুক্তি ব্রডব্যান্ডের চাহিদা পূরণে কাজ করার পাশাপাশি নেটওয়ার্কের যেকোনো পর্যায়ে প্রয়োজন অনুযায়ী সেবা ও কনট্যান্ট সরবরাহ করতে সক্ষম। এ ছাড়া স্বয়ংক্রিয় নেটওয়ার্ক ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবহারকারীদের সার্বক্ষণিক সর্বোচ্চ নেটওয়ার্ক ব্যবহার নিশ্চিত করবে এই প্রযুক্তি। ব্রডব্যান্ড সেবা পরিচালনাকারী অপারেটরের খরচ কমাতে নেটওয়ার্কের ক্ষমতার অব্যবহৃত অংশ ব্যবহারের জন্যই 'লিকুইড নেট' তৈরি করা হয়েছে বলে জানিয়েছে নকিয়া সিমেন্স নেটওয়ার্কস। এ বিষয়ে নকিয়া সিমেন্স নেটওয়ার্কের হেড অব নেটওয়ার্ক সিস্টেম মার্ক রোয়েন বলেন, 'বেইজ স্টেশন সাইট, মূল নেটওয়ার্কের যেসব অংশে ভয়েস ও ডাটা সার্ভিস ব্যবস্থাপনা করা হয় সেসব স্থানসহ অপটিক্যাল এবং আইটি ট্রান্সপোর্ট নেটওয়ার্কেও কার্যকর নতুন এই প্রযুক্তি।' তিনি আরো বলেন, "একটি নির্দিষ্ট সময়ে যাঁরা ব্রডব্যান্ড সেবা ব্যবহার করতে চান, তাঁদের প্রত্যেককেই মাঝেমধ্যে প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। 'লিকুড নেট' অব্যবহৃত নেটওয়ার্ক সক্ষমতার একটি রিজার্ভ তৈরি করে। ফলে ব্যবহারকারী যখন যেখানেই ব্রডব্যান্ড ব্যবহার করুন না কেন তিনি সর্বোচ্চ নেটওয়ার্ক সার্ভিস পাবেন।" অপারেটররা তাদের বর্তমান অবকাঠামোর পুরোপুরি ব্যবহার করতে সক্ষম হওয়ায় নতুন এই প্রযুক্তি বিশ্বব্যাপী ব্রডব্যান্ড সার্ভিসের ব্যাপক উন্নয়ন ঘটাবে বলে জানিয়েছে নকিয়া সিমেন্স নেটওয়ার্কস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।