আমাদের কথা খুঁজে নিন

   

লিকুইড পেন্সিল!

Change the World

সম্প্রতি ‘লিকুইড পেনসিল’ নামে এক ধরনের পেন্সিল তৈরি করেছে শার্পি নামের একটি কোম্পানি। এ পেন্সিল দিয়ে কলমের মতো লেখা যাবে, পেন্সিলের মতো আঁকিবুকি করা যাবে আবার চাইলে তা মুছেও ফেলা যাবে ইরেজারের মতো। খবর উইয়ার্ড অনলাইনের। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, শার্পি লিকুইড পেন্সিল ব্যবহার করে লেখা হবে কলমে আর লেখার পর সেটা মুছে দেয়া যাবে, আর লেখা শেষ হলে সেটা হবে মার্কারের মত স্থায়ী। জানা গেছে, এই পেন্সিলের কালি তৈরি করা হয়েছে তরল গ্রাফাইট ব্যবহার করে।

উল্লেখ্য, সাধারণ পেন্সিলে শক্ত গ্রাফাইট ব্যবহার করা হয়। শার্পি পেন্সিলে একবার লেখা হলে তিনদিন পর কালি শুকিয়ে একেবারে কলমের কালির মতোই হয়ে যায়। তবে শুকিয়ে যাবার আগেই সেটি মুছেও ফেলা যায় সাধারণ ইরেজারের মতোই। সংবাদ মাধ্যমটির বরাতে জানা গেছে, শার্পি পেন্সিল বাজারে আসবে আগামী সেপ্টেম্বর নাগাদ। আর এই পেন্সিলের দাম প্যাকট প্রতি ৫ ডলার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।