আমাদের কথা খুঁজে নিন

   

লিকুইড ক্রিস্টাল নির্নয় করবে পানির বিষাক্ততা!!!!!

আমার সম্পর্কে কিছু বলার স্পর্ধা এখনও আমার হয়নি…. আপনি কি কখনো আপনার মোবাইল ফোনটি পানিতে ফেলে দিয়েছিলেন?যদি ফেলে থাকেন তাহলে আপনি এখন বলতে পারবেন যে আপনি পানিতে ব্যাকটেরিয়া আছে কিনা তা পরীক্ষা করে ফেলেছেন। অবাক হলেন? হ্যা, ইলেক্ট্রনিক ডিস্প্লেতে থাকে লিকুইড ক্রিস্টাল, আর এখন এই লিকুইড ক্রিস্টালকেই মনে করা হচ্ছে পানির বিষাক্ততা নির্নয়ের সবচেয়ে উপযোগি মাধ্যম। পানিতে যখন লিকুইড ক্রিস্টাল ছাড়া হয় তখন এর অনুগুলোর চারপাশে বলয়রেখার মত সৃষ্টি হয় যা দেখতে পৃথিবীর দ্রাঘিমা রেখার মত। কিন্তু যদি পানিতে ই.কোলি ব্যাকটেরিয়া সৃষ্ট বিষাক্ততা থাকে তাহলে এই বলয়রেখা গুলো চারিদিকে না থেকে এমন ভাবে সজ্জিত হবে যেন তা অনুর কেন্দ্র থেকে বিচ্ছুরিত হচ্ছে। আগে মনে করা হতো বলয়ের এই পরিবর্তনটা ঘটছে শুধুমাত্র “অর্ডারিং ট্রানসিশন”-এর কারনে। কিন্তু ইউনিভার্সিটি অফ উইসকোনসিন-মেডিসন এর নিকোলাস এবোট দেখান যে লিকুইড ক্রিস্টালের অনুতে এই ধরনের কেন্দ্রমুথী বলয়ের সৃষ্টি হবার জন্যে অবশ্যই পানিতে বিষাক্ততা থাকতে হবে। নিকোলাস এবোট এই ব্যাপারে বলেন, বর্তমান ব্যাবস্থায় যতটুকু ঘনত্বের বিষাক্ততা নির্নয় করা যায় তার চেয়ে ১০গুন কম ঘনত্বের বিষাক্ততাও ক্রিস্টাল লিকুইডের মাধ্যমে নির্নয় করা সম্ভব। এবং আরও মজার ব্যাপার হলো, খুব সামান্য পরিমান লিকুইড ক্রিস্টাল দিয়েই এই বিষাক্ততা পরীক্ষা করা যায়। ফলে একথা সহজেই বলা যায় একদিন এই ক্রিস্টাল লিকুইডের মাধ্যমেই সেলাইন সহ অন্যান্য মেডিকের ফ্লুইডের বিষাক্ততার উপস্থিতি দুর করা সম্ভব। তথ্যসূত্র: newscientist.com  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।