আমাদের কথা খুঁজে নিন

   

কাজী নজরুল ইসলাম পরিচালিত ও অভিনীত বাংলা সিনেমা!!!

লেখা তো যায় ই , ভাল লেখা হয় না আর কি ;) আমাদের কাজী নজরুল ইসলাম যে কোন বাংলা সিনেমাতে অভিনয় করেছেন তা এতদিন জানতামই না !! ১৯৩৪ এ এই কবি "ধ্রুব" নামক এক বাংলা সিনেমা পরিচালনা ও তাতে অভিনয় করেন। এছাড়াও নজরুল ইসলাম প্রায় ডজন খানেক বাংলা ও হিন্দি উভয় ছবিতে কাজ করেছেন চিত্রনাট্য লেখক, গীতিকার বা সংগীত পরিচালক হিসেবে । ১৯৩৪ এ কলকাতায় মুক্তি পায় বাংলা সিনেমা ধ্রব যাতে নজরুল ছিলেন একাধারে পরিচালক, সংগীত লেখক, সংগীত পরিচালক, গায়ক, গীতিকার ও অভিনেতা। পরিচালক আসলে ২ জন ছিলেন নজরুল এবং সতেন্দ্রনাথ দেব।ছবিটি প্রযোজিত ও বের হয় পাওনিয়ার ফিল্মস্‌ এর ব্যানারে। ১৯৩১ এ নজরুল পাওনিয়ার ফিল্মস্‌ কোঃ এ সংগীত পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান, এর আগে কোন বাংগালী মুসলিম এরকম সম্মাজনক কাজের সুযোগ পায় নি। ধ্রব সিনেমার ১৮ টি গানের মধ্যে ১৭ টিই কম্পোজ করে নজরুল। ছবিটিতে তিনি দেবর্ষি নারদের চরিত্রে অভিনয় করেন। কোথাও খুঁজে সিনেমা কোন ভিডিও পেলাম না, ইউটিউবে নজরুলের অভিনিত এই ভিডিও ক্লিপস্‌ টি আছে.. (বিকেলে পোস্ট দেয়ার পর হটাৎ হাওয়া হয়ে যাওয়ায় আবার দিলাম)  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.