আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছুই আজ বিক্রি হবে

আজ সব কিছুই নিলাম হবে, আজ সব কিছুই বিক্রি হবে অনায়াসে! শ্রম, ঘাম, বিদ্যা, কাম, পাপ, তাপ পেরিয়ে, শেষমেশ আজ নিলামে উঠেছে মায়ের আঁচল, পবিত্র অশ্রু, বোনের বাসর, বাবার চশমা এবং খুকুর চোখ! আজ থেকে আর বেশ্যা বলে কাউকে গালি দিও না, যখন তোমার রাষ্ট্রের মননে বিকিকিনির হাটবাজার। আজ আর বেঈমান বলে কাউকে গালি দিওনা, যখন তোমার নেতাদের হৃদয়ে দালালীর চাষাবাস। রুদ্র, এই শকুনে খামচানো পতাকা তোমার ছিলোনা , রুমি, এই বিক্রি হওয়া বাংলাদেশ তোমার ছিলনা, দুঃখিনী চেয়ে দেখো, তোমার মতই আবারও, কেমন অবলীলায় ধর্ষিত হল আমার স্বদেশ!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.