আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছুই এখন বাংলাদেশের হাতে

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

বাংলাদেশের পরের রাউন্ডে খেলার স্বপ্ন জিইয়ে রাখতে হলে আগামীকালের ম্যাচ এ জয় ছাড়া কোন গতি নাই। গতকালের ইংল্যান্ড এবং ওয়েজ ইন্ডিস এর ম্যাচে ইংল্যান্ড এর নাটকীয় জয়ের পর গ্রুপ বি এর পয়েন্ট টেবিল বেশ ওলট পালট হয়ে গিয়েছে। এই পয়েন্ট টেবিলের ৫ নম্বরে এখন অবস্থান বাংলাদেশের। তাদের যদি পরের রাউন্ডে যেতে হয় তবে জয় ছাড়া তারা সেটা পারবে না। তাই এখন পুরো দেশবাসী তাকিয়ে আছে এই হেভিওয়েট ম্যাচ এর দিকে।

শুধু কি বাংলাদেশের ভাগ্য নির্ভর করছে এখানে? উত্তর হচ্ছে, না। কারণ এই ম্যাচ এর উপর ভাগ্য নির্ভর করছে ওয়েজ ইন্ডিস এর ও। আগামীকাল সকাল সাড়ে ৯ টায় শুরু হবে ম্যাচটা। বাংলাদেশের একাদশ কি রকম হচ্ছে সেটা আচ করা না গেলেও ধরেই নেয়া যাচ্ছে যে নাঈম ইসলাম এর একাদশে আসা নিশ্চিত। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শুভ।

শাহরিয়ার নাফিস কে দলে রাখা হবে বলেই মনে হচ্ছে। গত ম্যাচে যেই ফরম্যাট এ ব্যাট করেছিল বাংলাদেশ সেরকম ফরম্যাটই করা উচিত বলে মনে করি। তবে সাকিব, মুসফিক দেরকে দ্বায়িত্বপূর্ণ ব্যাটিং করতে হবে। ওপেনিং যদি ভাল হয় তবে বেশ এগিয়ে রাখা যাবে বাংলাদেশ কে। তামিম ইকবালের গত ম্যাচ এর ব্যর্থতা যাতে আবার আগামীকাল না দেখতে হয় সেই আশাই করছে সবাই।

সময় মত জলে উঠলেই তামিম যেকোন দলের জন্য ত্রাস হয়ে উঠতে পারে। বাংলাদেশ টসে জিতলে আগে ব্যাটিং নেয়াটাই ভাল হবে বলে মনে করি। রান কমপক্ষে ২৩০ - ২৬০ এর মধে করলেই যথেষ্ঠ বলে মনে করছি। কারণ বাংলাদেশের স্পিন এর বিপক্ষে খেলা যেকোন দলের জন্যই কঠিন। ফিল্ডিংটা যদি ভাল করতে পারে বাংলাদেশ তাহলে বেশ উপভোগ্য ম্যাচ হবে।

রান আউট এর চান্স আর ক্যাচ কোন অবস্তাতেই মিস করার চলবে না। দক্ষিণ আফ্রিকা যদি আগে ব্যাটিং করে তবে তাদেরকে অবশ্যই ২০০ - ২৩০ এর মধেই বেধে ফেলতে হবে। এক কথায় শ্রেয়তর নিপুণ্য দেখিয়ে বাংলাদেশ আগামীকাল আমাদেরকে আরো একবার আনন্দের জোয়ারে ভাসিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশাই করছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.