আমাদের কথা খুঁজে নিন

   

কিছু প্রাচীন ও অসাধারন বইয়ের কভার এবং বই সংস্লিষ্ট সামান্য কিছু কথাবার্তা

যে মুখ নিয়ত পালায়......। । প্যাপীরাস অব এনি- উইকি খ্রিস্টপূর্ব ১২৫০ এর মিশরে লেখা একটি প্যাপীরাস পান্ডুলিপি। বুক পব ডেড নামেও পরিচিত। Papyrus from the Book of the Dead Yama-bato. Book of Iconography. Nepal, Himalayas. 1575-1600. সোনার ছয়টি প্লেট দিয়ে বানানো এই বই।

প্রতি প্লেট ৫ * ৪ পয়েন্ট সেন্টিমিটার। দুইটি রিং দিয়ে বাঁধা। এটি সবচেয়ে প্রাচীন একের অধিক পাতার বই । প্রায় খ্রিস্টপূর্ব ৬০০ এর। নাম Etruscan Gold Book।

নরওয়েজিয়ান ফেয়ারি টেল। An embroidered binding in purple satin with seed perls and bullion on a copy of The Whole Book of Psalms, London, 1641. Lessing J. Rosenwald Collection, Library of Congress. (8.2 cm. by 5 cm. by 2.5 cm) c.1927 1905 Edition of Funk & Wagnall Dictionary Iconic Historical Photographs From United States.. A man taking a book off the shelf in Cincinnati main library in 1874. Photo by: Public Library of Cincinnati and Hamilton County। the wind in the willows (1908) The oldest surviving manuscript of the Lord's Prayer, with fragments from the Gospels of Luke and John. Written in Egypt in Alexandrian-style text. It was donated to the Vatican Library in March 2007. Early Carolingian metalwork covers, Lindau Gospels, Austria, 8th c. Bibliophile With Cats by Edward Gorey Mesopotamian Tablet 3000 - 2000 BC The Whitehouse Cookbook (1887) The Curious Incident of the Dog in the Night-Time by Mark Haddon The Giving Tree by Shel Silverstein পোস্ট শেষ করতেছি। গত পোস্টে বাঙালী লেখক নাই কেনো বলেছেন কেউ কেউ। শিল্পের দেশ, জাতি ধর্ম, সীমারেখা নাই।

বাংলা বই যুক্ত করতে গিয়া মনে পড়ল ১৯৭৪ সালের ২১ শে মে একটা ঘটনা ঘটেছিল এই দেশে। একজন লেখক কে, একজন কবিকে তার লেখার জন্য এদেশ থেকে বের করে দেয়া হয়। এটা দেশের লজ্জা। যারা বাংলায় লেখালেখি করেন, এই লজ্জা সবার। শুধুমাত্র লেখার জন্য একজন লোক কে তার মাতৃভূমি থেকে বের করে দেয়া-জঘন্য এক পাপ।

এই লেখকের নাম দাঊদ হায়দার। তাকে নিয়ে লেখালেখি কম দেখা যায়। তবে তিনি এখনো লিখেন- যদি কেউ গল্পচ্ছলে, আড্ডায় হঠাৎ উচ্চারণ করে ফেলে আসা স্বদেশের নাম ভাবি, ছায়াঘেরা-শান্ত-নিবিড় আরিফপুর-দোহারপাড়া গ্রাম এখনো কি আগের মতোন? ইছামতি নদীট কি বহমান নাকি, ধুধু বালুচর...?" (দাউদ হায়দার) শ্রদ্ধা দাউদ হায়দারের প্রতি। তার প্রতি অবিচার করা হয়েছে। তাকে তার মাতৃভূমিতে পূর্ন মর্যাদায় ফিরিয়ে আনা হোক।

রাষ্ট্র আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চাক তার কাছে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।