আমাদের কথা খুঁজে নিন

   

প্রাচীন বাইবেল ...



এই লেখার উদ্দেশ্য কারো বিশ্বাসেকে ছোট করানো নয়। আমি মনে করি প্রত্যেকের ধর্ম বিশ্বাস তার নিজেস্ব choice. সে কি করছে সে সম্পর্কে সে ভালোভাবে অবগত এবং কারনেই সে তার ধর্মের অনুসারি। আর এ কারনেই পরকালে মানুষ আল্লাহকে দোষারোপ করতে পারবেনা এই বলে যে, আমি যা করেছি তাতো আপনি(আল্লাহ) লিখে রেখেছেন। কিন্তু মানুষ যা করছে তা সঞ্জানে জেনেই decide করে করছে। অর্থাৎ চাপিয়ে দেয়া যাকে বুঝায় তা নয়।

চাপিয়ে দিলে সবাই একই ধর্মে থাকতো । আর যেহেতু মানুষত angel টাইপ সৃষ্টি নয় তাই তাকে পরিক্ষা দিয়ে পাশ করতে হবে as like our informative exam. ভুল বা সুদ্ধ তা judge করার সিদ্ধান্ত নেয়ার একমাএ ক্ষমতা কিন্তু শিক্ষকের। আর আপনার দায়িত্ব পরিক্ষা দেয়া। ধরুন কোন বিদ্যালয়ের পাঠ্য সূচি নিদিষ্ট করে বলা হল ওমক বই থেকেই পড়তে হবে অন্যথা গ্রহন যোগ্য নয়। সে ক্ষেএে আপনি অন্যথা যতই ভালো লিখুন তা কিন্ত সঠিক উওর নয়।

কাজেই আমি মনে করি প্রত্যেকের তার ধর্মের আসল বইটি একবার হলেও ভালভাবে পড়া প্রয়োজন নিজের ভাষায়। কারন এটা বুঝার এবং একমত হওয়ার বিষয়। এ প্রসঙ্গে একটি হাদিস মনে পড়ে: জুনদুব বিন আবদুল্লাহ্ (রাযিয়াল্লাহু আনহু), নবী (সাল্লাল্লাহুআলাইহিওয়াসাল্লাম) থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, যতক্ষ তোমরা কোরআ’ন ব্যাখ্যার সাথে একমত পোষণ কর ততক্ষ তোমরা কোরআ’ন তেলওয়াত কর। আর যখন তার অর্থ ও ব্যাখ্যা সম্পর্কে দ্বিমত হবে তখন সাময়িক ভাবে এর তেলওয়াত বদ্ধ রাখবে। (বোখারী-৫০৬০) এবার আসল বিষয়ে আসি অপ্রাসঙ্গিক অনেক কথা বলে ফেললাম কি? আসলে বিষয়টি share করতে ইচ্ছা হলো তাই লিখলাম।

যারা একমত নন তারা ভুলে যান; আর যারা একমত তারা চিন্তা করুন মতামত দিন ঠিক কিনা। নিচের website টি যান এবং ভিডিওটি দেখুন; ভিডিওটি নিচের দিকে। "Old Bible Proves Quran is right" শিরোনামে। Old Bible: 'Jesus is NOT God' সবাই ভালো থাকুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।