আমাদের কথা খুঁজে নিন

   

যে কবিতাটি পড়ে মুগ্ধ হয়েছিলাম ২১

কর্তৃত্ব গ্রহণ কর, নারী ফরহাদ মজহার আমি তোমার সামনে আবার নতজানু হয়েছি, নারী না, প্রেমে নয়, আশ্লেষে নয়, ক্ষমা চেয়ে তোমার দয়া দিয়ে আমার হৃদয় ধুয়ে দেবার প্রার্থনায় আমার ভেতরে যে পুরুষ তাকে আমি চাবুক মেরে শাসন করেছি তাকে হাঁটু মুড়ে বসতে বলেছি তোমার সামনে আমি ক্ষমা চাই, ক্ষমা করে দাও শুধু আমাকে নয় সমস্ত পুরুষকে তুমি ক্ষমা কর আমি আজ সমস্ত পুরুষের হয়ে তোমার ক্ষমাপ্রার্থী পুরুষ তোমার সামনে আবার নতজানু হয়েছে নারী, তাকে ক্ষমা করে দাও। গৃহপালিত পশুর মতো তোমাকে ব্যবহার করেছে পুরুষ আখমাড়াইয়ের কারখানার মতো তোমার জানু চেপে তারা উৎপাদন করেছে সন্তান টেলিভিশন বাক্সের মতো তোমার ভেতর তারা ঠেসে দিয়েছে তাদের জগত নীলাভ শিখার মতো জ্বলতে জ্বলতে তুমি তা প্রতিদিন প্রচার করে যাচ্ছ- ইলেকট্রনিক সরঞ্জামের মতো অপ্রাণীবাচক তোমার অস্তিত্ব প্লাস্টিকের পুতুলের মতো প্রাণহীন তোমার নাম হতে পারত কাঠকয়লা তোমার নাম হতে পারত হাতুড়ি তোমার নাম হতে পারত শেলাইকল তোমার নাম হতে পারত মাদীকুকুর নরবানরেরা ঠাট্টা করে তোমার নাম রেখেছে নারী এইসব জেনে তোমার সামনে আমি নতমুখে এসে দাঁড়িয়েছি, নারী আমি পুরুষ আমাকে ক্ষমা কর। প্রতিদিন কেউ-না-কেউ স্বামী তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে প্রতিদিন কেউ-না-কেউ পশুস্বভাবী কামুক তোমার মুখে এসিড ছুঁড়ে মারে প্রতিদিন ১১ বছর বয়সী বালিকাকে ধর্ষণ করে ১১জন পুরুষ কেনাবেচা চলছে তোমাকে নিয়ে যেন তুমি শাকশব্জি আলুপটল খাসীর মাংস তোমার স্তন তারা মাপছে ফিতে দিয়ে তোমার কোমর তারা মাপছে ফিতে দিয়ে তোমার উরু তারা মাপছে ফিতে দিয়ে দাঁড়িপাল্লা ঝুলিয়ে ওজন করছে তোমাকে তোমার দাঁত চুল নখ পরখ করে সাব্যস্ত করছে তোমার মূল্য তোমার নাম হতে পারত মোগলাই পরোটা তোমার নাম হতে পারত জাপানি হোন্ডা তোমার নাম হতে পারত ডানহিল সিগারেট তোমার নাম হতে পারত পুষিবিড়াল অর্ধসভ্য মানুষ তোমার নাম রেখেছে অর্ধাঙ্গিনী এইসব জেনে তোমার সামনে আমি নতমুখে এসে দাঁড়িয়েছি, নারী আমি পুরুষ আমাকে ক্ষমা কর। তুমি প্রজননযন্ত্র তাই তোমার নাম জননী তুমি রমণযোগ্য তাই তোমার নাম রমণী ঘোড়াশালে ঘোড়া হাতিশালে হাতির মতো মহলে মহলে থাকো তাই তোমার নাম মহিলা গৃহে গৃহে আসবাবপত্রের মত শোভা পাও তাই তোমার নাম গৃহিণী আমি পুরুষ শব্দের সমান অর্থবহ উচ্চারণে, তোমার নামকরণ করতে চাই, নারী কিন্তু পারি না অক্ষম লজ্জায় আমি তোমার সামনে অপরাধীর মত দাঁড়িয়ে আছি আমি পুরুষ আমাকে ক্ষমা কর। আজ আমি তোমাকে বলতে এসেছি পুরুষ শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব এবং তোমার কর্তৃত্ব গ্রহণ করার সময় হয়েছে, নারী পুরুষকে গ্রহণ কর।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.