আমাদের কথা খুঁজে নিন

   

একটি অসাধারণ বিজ্ঞাপণ...

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন] ২.৫ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই বিজ্ঞাপণ। বিজ্ঞাপণের মূল থিম হলো রাসূলুল্লাহ্ -র প্রতি মহাবীর খালিদ বিন ওয়ালিদ (রাঃ) -র ভালোবাসা। রাসূলুল্লাহ্ কে উৎসর্গ করে নির্মিত বিজ্ঞাপণগুলোর মধ্যে এটাই সবচেয়ে ব্যয়বহুল।

বিজ্ঞাপণটি প্রযোজনা করেছে Exude Media আর এটি পরিচালনা করেছে অস্কার জয়ী জার্মান পরিচালক স্টিফেন রসভিস্কি। এখানে উল্লেখ্য যে, একশটিরও অধিক যুদ্ধে বিজয়ী মহাবীর খালিদ (রাঃ) স্বয়ং রাসূলুল্লাহ্ কর্তৃক সাইফুল্লাহ্ (আল্লাহ্ -র তরবারী) উপাধিতে ভূষিত। একবার বাইজান্টাইন সেনাবাহিণীর সাথে যুদ্ধরত অবস্থায় খালিদ (রাঃ) -র শিরস্ত্রাণ মাথা থেকে পরে গেলে তিনি লড়াই বন্ধ করে সেটি খুজতে লাগলেন কারণ তিনি শিরস্ত্রাণটির মধ্যে শেষ নবী ও রাসূল মুহাম্মাদ (সাঃ) -র একগুচ্ছ কেশ সংগ্রহ করে রেখেছিলেন। বিজ্ঞাপণটিতে এই ঘটনাটিকেই অত্যন্ত বাস্তবসম্মত করে ফুটিয়ে তোলা হয়েছে। মজার ব্যাপার হলো Exude Media এ বিজ্ঞাপণে রাসূলুল্লাহ্ -র আসল কেশ মোবারকই ব্যবহার করে ডঃ আহমেদ আল খাজরাজীর (যিনি রাসূলুল্লাহ্ -র কেশ মোবারকের তত্ত্বাবধায়ক) অনুমতি নিয়ে।

অরিজিনাল বিজ্ঞাপণটিকে শেয়ার করা হলো এখানে, ইউটিউবের এক ইউজার বিজ্ঞাপণটিকে কিছুটা পরিবর্তন করে আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছেন এইভাবে, অরিজিনাল বিজ্ঞাপণটির শেষের দিকে দর্শকদের প্রশ্ন করা হয় যে, শেষ নবী ও রাসূল মুহাম্মাদ (সাঃ) -র একগুচ্ছ কেশ মোবারকের প্রতি খালেদের (রাঃ) ভালোবাসা যদি এত গভীর হয়, তাহলে আপনার অবস্থা কি? ঠিক একই প্রশ্ন আমার সামুর ব্লগারদের প্রতি। বিঃ দ্রঃ ব্লগার মেলবোর্ন এই বিজ্ঞাপণটি আমার দৃষ্টিতে আনেন। এজন্য ব্লগার মেলবোর্ন কে অসংখ্য ধন্যবাদ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.