আমাদের কথা খুঁজে নিন

   

একটি জীবন্ত পবিত্র ভালবাসাকে বাঁচাতে এগিয়ে আসুন

আমি মোঃ সেলিম ,এম.এম কলেজ যশোর, দর্শন শেষ বর্ষের ছাত্র ,বাড়ি পাইকগাছা খুলনা। যার জন্য আজ আমি ফেরারি সে আমার স্ত্রী শারমিন আক্তার ,ক্যান্টনমেন্ট কলেজ যশোর সমাজকর্ম ৪থ বর্ষের ছাত্রী, যশোর শারসা থানার শাহাজান মোল্লার একমাত্র কন্যা। দুজনার প্রথম ভাললাগা ১১/২/০৭ তারিখে ,এরপর ভালবাসা এবং ৩/৮/১১ তারিখে বিয়ে। শারমিন তার বাবা মাকে ২ দিন পর বিষয়টি জানায়। এরপর তারা ফোনে ভয়ভীতি, মিথ্যামামলা এমনকি আমাদের হত্যার হুমকি দেয়।

বিয়ে হতেনা হতে আমাদের জীবনের উপর নেমে আসে কালো আধার। আমাদের ভালবাসা,আমাদের জীবন এবং আমার পরিবারকে বাঁচাতে আমার স্ত্রী ২৪/৮/১১ তারিখে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করে। ২৬/৮/১১ তারিখে শারমিনের ভাই আরিফুর রহমান লিটন আমার পিতা, ভাই , দুলাভাই সহ আমার বিরুদ্ধে মিথ্যা অপহরণের মামলা দায়ের করে। যার পরিপ্রেক্ষিতে ১/৯/১১ তারিখে পুলিশ আমার দুলাভাইকে গ্রেপ্তার করে,সে এখনও কারাগারে। তারপর থেকে আমি ফেরারি।

আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি প্রিয় মানুষটাকে দূরে রেখে। প্রিয় জনকে দূরে রেখে চলতে আমার যেমন কষ্ট হচ্ছে আমার স্ত্রীর তাঁর থেকে অনেক বেশি । পুলিশ নিয়মিত আমার বাড়ি হানা দিচ্ছে, এমনকি ১২/৯/১১ তারিখে RAB আমার বাড়িতে হানা দেয় এবং আমার পরিবারকে বিভিন্ন ভয়ভীতি দেখায়। শারমিনের ভাই আমাদেরকে হত্যা করার জন্য ভাড়াটে গুন্ডাদের সাথে চুক্তি করে। জীবনের মায়ার কারনে আমার অনার্স শেষ বর্ষের পরীক্ষা দেয়া হচ্ছে না।

পরীক্ষা না দিতে পারা যে কত কষ্টের সেটা আমি বুঝতে পাচ্ছি। অবশেষে ২০/৯/১১ তারিখে দুপুর ১২ টায় পুলিশ শারমিনকে গ্রেপ্তার করে। আমার কাছ থেকে আমার প্রিয় জনকে দূরে রাখার এক ষড়যন্ত্র করেছে তাঁর পরিবার কিন্তু তারা জানে না দূরে থাকলে ভালবাসা হারিয়ে যাই না। আচ্ছা ভালবাসা কি অপরাধ??... যার কারণে সে এখন থানা হাজতে বন্দী । তাঁকে বন্দী করে রাখলেও তাঁর মন ও ভালবাসাকে তারা কি বন্দী করতে পারবে?আমি এখন ফেরারি আসামি, পথে পথে ঘুরে ঘুরে বেড়ালেও আমার মন ঐ কারাগারে পড়ে আছে।

একমাত্র পুত্রবধূকে থানায় বন্দী করে রাখার কারণে আমার মা আজ মুমূর্ষু। শারমিনের বাবার অনেক টাকা, টাকার গরমে আমার ভালবাসার আজ এই ভোগান্তি। টাকা দিয়ে কখনও নিষ্পাপ, পবিত্র ভালবাসাকে দাবিয়ে রাখা যাই না সেটা আবারও প্রমানের জন্য দেশের সকল ছাত্র –ছাত্রীদের কাছে আমার অনুরোধ আমার ভালবাসাকে বাঁচাতে আমার পাশে এসে আপনারা দাঁড়াবেন। এভাবে নিষ্পাপ, পবিত্র ভালবাসা কি মুখ থুবড়ে পড়বে? সকলের প্রচেষ্টায় আমার ভালবাসার মানুষটাকে ফিরে পেতে চাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.