আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যাশিত বিরহ

সাদামনের মানুষ : প্রথমতো সবকিছু সুন্দররূপেই দেখে... কৃষ্ণচূড়ার ফুল ঝরে গেছে অনেক দিন রঙিন পাখিও আর আসে না বহুদিন হল; তবু কৃষ্ণচূড়া দাঁড়িয়ে থাকে- প্রান্তপথ চেয়ে একদিন, দুইদিন, পার হয়- অপেক্ষার পালা হঠাত একদিন এক হলুদপাখি বৃষ্টির দুপুরে সলজ্জ-নীরবতা ভাঙে- বুঝি তুমি এসেছো যার জন্য অপেক্ষায় ছিলাম আশৈশব যাকে একটিবার দেখব বলে বিসর্জন দিয়েছি সুখের শপথ সে ছিল মেঘবালিকার মতো নির্মল নির্বাক-ঝর্না হয়ে ঝরেছিলাম আমি; কদাচিত বৃষ্টি হয়ে সে নামবে নদীতে এই ভেবে কতকাল ঘুরপাক খেয়েছি- ঘোলা নদীর জলে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।