আমাদের কথা খুঁজে নিন

   

তথ্যপ্রযুক্তি, বেসিস এবং ভারত!!!!

যে কবার ভারত গিয়েছি প্রতিবারই মন খারাপ হয়েছে। আমার ভারত ভ্রমন মুলত দিল্লী আর আগ্রাতে সীমাবদ্ধ। অন্য স্টেট গুলো দেখার সুযোগ হয়নি। রাজধানীকে চমৎকার ভাবে সাজিয়েছে। প্রশস্ত রাস্তা, মেট্রোরেল, বিমানবন্দর সবকিছুতেই পরিকল্পিত নগরীর ছাপ স্পষ্ট।

দিল্লী, মুম্বাইকে ভারতের বিজ্ঞাপন বলা যায়। আমরা এখনো আমাদের বিজ্ঞাপন নগরী তৈ্রী করতে পারিনি। এসব দেখে আফসোস হয়েছে কিন্তু মন খারাপ হয়নি। মন খারাপ হওয়ার কারনটা অন্য জায়গায়! দিল্লীর বর্ডারের পাশেই উত্তর প্রদেশের নয়ডাকে ভারত আইটি নগরী হিসেবে তৈরী করছে। সরকার শুধু জায়গা দিয়েছে।

বিভিন্ন ডেভলোপার কম্পানি ইনফ্রাস্ট্রাকচার তৈরী করে ভাড়া দিয়েছে। শুধু উত্তর প্রদেশে নয়, চেন্নাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ, মুম্বাই, কলকাতা সবজায়গাতে একই চিত্র। আর এসব জায়গায় একাধিক ব্রাঞ্চ অফিস খুলেছে Google, Microsoft, Philips, LG, Ericson, Nokia, Samsung এর মত নামী দামী কম্পানীগুলো। আর একেকটা ব্রাঞ্চ অফিসে কাজ করছে দুই হতে তিন হাজার এমপ্লয়ী। এসব ব্রাঞ্চ অফিসের বেশিরভাগেই তেমন রির্সাচ বেইশড কাজ হয়না।

শুধু ইমপ্লিমেনটেশন পার্টটুকু হয়ে থাকে। বাইরের বড় বড় প্রতিষ্ঠানগুলোর ভারতের প্রতি আকৃষ্ট হওয়ার কারন সস্তা শ্রম বাজার। এসব প্রতিষ্ঠানে কোন কাঁচমালের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু ইনফ্রাস্ট্রাকচার, বিদুৎ আর জনশক্তি। ভারত তার এই সস্তা শ্রমবাজার কাজে লাগিয়ে তৈ্রী করছে একের পর এক আইটি পল্লী। এসব প্রতিষ্ঠানে কর্মরত জনশক্তির বেতন বাবদ যে পরিমান ডলার ভারতে ঢুকছে তা তাদের অর্থনীতিতে গুরুত্তপূর্ন ভূমিকা রাখছে।

এবার বাংলাদেশের কথায় আসা যাক। বাংলাদেশ কি করছে? ১। ইন্টেল প্লান্ট স্থাপনের জন্য জায়গা চেয়েছিলো। বাংলাদেশে জায়গা দিতে পারেনি তাই তারা চলে গিয়েছে। ২।

বেসিসের কয়েকজন নেতা বাংলাদেশে ব্রাঞ্চ খুলেছে এমন একটি কম্পানীকে বলেছে তার এমপ্লয়ীদের বেতন যাতে কমিয়ে দেয়া হয়!! উপরের দুটি ঘটনাই পরিচিতজনদের কাছ হতে শুনেছি। খুব করে চাইছি ঘটনা দুটি যাতে অসত্য হয়!! বাইরের কোন কম্পানী যদি তাদের সফটওয়্যার সল্যুশন তৈ্রী করার জন্য বাংলাদেশে ব্রাঞ্চ খুলে এতে যে দেশেরই লাভ এ সহজ কথাটি কেউ বুঝতে চাইছেনা। একটা সমস্যা হল বিদ্যুৎ নিয়ে। তারও সমাধান আছে! এ নিয়ে আলাদা পোষ্ট দিব। না হয় পোষ্ট অনেক বড় হয়ে যাবে।

ভারত যখন তথ্যপ্রযুক্তির হাইওয়েতে সাই সাই করে এগুচ্ছে তখন আমরা পরে আছি অন্ধকার গলিতে। ভারতের শ্রম বাজার যদি সস্তা হয়, সেখানে আমাদের দেশের শ্রম বাজার হল পানির দর। অথচ সে সুযোগটা আমরা নিতে পারছিনা কিংবা নিতে চাচ্ছিনা!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.