আমাদের কথা খুঁজে নিন

   

তরুণ লোকসংগীত শিল্পী ইমনের পাশে দাঁড়ান

মাহফুজ জুয়েল ইমন গান গায়। তার রক্তে মিশে আছে গ্রাম-বাংলার লোক সুর। ইমনের বাবা লোককবি জালাল উদ্দিন খাঁ’র ভাবশিষ্য, ময়মনসিংহ অঞ্চলের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী প্রয়াত আবুল কাশেম তালুকদার। তাঁরই যোগ্য উত্তরসূরি ইমন গান গায় উদাত্ত আহ্বানের মতো। তার সুরের জাদু আবিষ্ট করে শ্রোতামন।

ইমনের গান আহতের আর্তনাদের মতো, বুক ছেঁড়া কান্নার মতো। তার কণ্ঠে লালন শাহ, জালাল উদ্দিন খাঁ, পিয়ারি চাঁদ, উকিল মুন্সী, দূরবীন শাহ, রশিদ উদ্দিন, চাঁন মিয়ার মতো লোক বাউলদের গান পায় বিশেষ মাত্রা। ইমনের কণ্ঠ আজ রুদ্ধপ্রায়। বেঙ্গল ফাউন্ডেশনের ‘বেঙ্গল বিকাশ প্রতিযোগিতা’য় লোকসঙ্গীতে দ্বিতীয় স্থান অধিকারী তরুণকণ্ঠ মারুফ হাসান ইমন (২৫) দুরারোগ্য ব্লাড ক্যান্সার এমএলএম এম-২-তে আক্রান্ত। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এম এ খানের অধীনে ক্যামোথেরাপি নিচ্ছে।

যে কণ্ঠে সুরের মূর্চ্ছনা, সে কণ্ঠ অসময়ে কেন থেমে যাবে? কেন নিভে যাবে তার জীবনপ্রদীপ? ইমনকে বাঁচিয়ে তুলতে হবে। দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসা দেয়া হলে ইমন সুস্থ হয়ে উঠবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় ৭০ লাখ টাকা। ইমনের পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আসুন আমরা সবাই ইমনের পাশে দাঁড়াই।

ইমন বেঁচে উঠবে, হাসবে, আবার গান গাইবে। তাঁর চিকিৎসার জন্য সমাজের সব স্তরের হৃদয়বান মানুষের সহায়তা প্রয়োজন। তাঁকে সহযোগিতা করতে সহি-১০৫১০১৬৩৫৮১ (মেহেদী হাসান পিয়াস/ ডাচ্-বাংলা ব্যাংক, দিলকুশা শাখা) হিসাবে অর্থ পাঠাতে পারেন। এ ব্যাপারে যোগাযোগ করতে পারেন ০১৫৫৩৫৫৮৪৪৮ এবং ০১৮১৯৪৫৭৮৭২ নম্বরে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।