আমাদের কথা খুঁজে নিন

   

তরুণ নির্মাতা

বাংলাদেশের নাটকের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সময় বলা যায় একবিংশ শতাব্দীর প্রথম দশককে। কারণ এ দশকে মানে ২০০০ থেকে ২০০৯-১০ সালের এ সময়টাতে টেলিভিশন চ্যানেলে বাংলা নাটকের ক্ষেত্রে যেন এক প্রসারণ ঘটেছে। স্যাটেলাইট চ্যানেলের বিকাশ আর নাটকের সংখ্যা যেন বেড়েছে সমান্তরালভাবে। নতুন সময়ের এ যাত্রায় নাটক বানিয়েছেন নুরুল আলম আতিক, মোস্তফা সরোয়ার ফারুকী, গিয়াসউদ্দিন সেলিমসহ আরো অনেকে। এরপর এসেছেন অনিমেষ আইচ, মেজবাউর রহমান সুমন, আলভী আহমেদ, অরণ্য আনোয়ার, সকাল আহমেদ।

তারপর এলেন শরাফ আহমেদ জীবন, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, রেদোয়ান রনিসহ আরো অনেকে। তারুণ্যের এক বিশাল যাত্রা যেন শুরু হলো। সমপ্রতি অভিনেত্রী চম্পা 'ছেঁড়া পাতার খোয়াব' নামে একটি নাটকে অভিনয় করতে এসে আবিষ্কার করেন এক সম্ভাবনাময় তরুণ নির্মাতাকে। আর্ট ফিল্ম ধাঁচের এ অসাধারণ নাটকের নির্মাতা সরদার রোকন। নাটক টেলিফিল্ম আর চলচ্চিত্রের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নেমে পড়েছেন স্বমহিমায় সৃজনশীল নির্মাণের জগতে।

সরদার রোকন দীর্ঘ ১০ বছর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। গত ম্যাজিক ডে ১২-১২-১২তে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তরুণ পরিচালক রোকনের এ অবস্থানের পেছনে যে মানুষগুলো রয়েছেন তাদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। এ দলে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, মিজানুর রহমান লাবু প্রমুখ। তরুণ পরিচালক রোকন আরো কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন প্রযোজনা সংস্থা অলকা মাল্টিমিডিয়ার সব কলাকুশলীকে বিশেষ করে অলকা মিডিয়ার ম্যানেজিং ডিরেক্টর বিল্লাল খান এবং চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে।

এছাড়াও রোকন তার কাজের পথে সহায়তা করেছেন এরকম সবাইকে মনের গভীর থেকে শ্রদ্ধা আর ভালোবাসা জানান। তার এ অনুভূতি এ কারণে যে তারা তাদের সুন্দর এক পৃথিবী দেখার স্বপ্ন দেখিয়েছেন. Facebook Page: https://www.facebook.com/CheraRongerKhoab  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।