আমাদের কথা খুঁজে নিন

   

তরুণ পেলিক্যানের কথা

ক্লিন'স অল্টারনেটিভ ওয়ার্ল্ড

কতদিন বৃষ্টি হয় না! কালাহারির অশেষ প্রান্তর মরিচিকা জলকূপে আচ্ছন্ন আর সকল প্রাণির ওষ্ঠাগত প্রাণ একফোটা পানির অভাবে। অপেক্ষায় থেকে থেকে পেলিক্যান দল একটা কালো ছানা শেষে রওয়ানা দেয় অজানার পথে দূরে কোথাও আছে কিনা জলাধার কোনো দেখতে হবে তার। এভাবে দাড়িয়ে দাড়িয়ে মৃত্যুকে বরণ করতে প্রস্তুত নয় সাহসী ছানা। তপ্ত বালি আর উত্তপ্ত সূর্য সবকিছু উপেক্ষা করে এগিয়ে যায় তরুন পেলিক্যান। জীবনের প্রথম দিন ক’টি কেটেছিল ভেসে ভেসে যেখানে আজ সেখানে বালুর সমুদ্র।

অজানায় হাটে তরুণ অনেকক্ষন হাটে। মনে হয় আজন্ম হাটছে। পিছন ফিরে দেখে এখনো অন্যরা দৃষ্টির বাইরে যায়নি। কালের দীর্ঘায়নে কষ্টের ক্ষণগুলো এতো বড় হয়েছে- বুঝে যায় তরুণ পাখি। তারপরও হেটে চলে।

সামনেই হেটে চলে। জীবন নেই সামনে। পিছনেও মৃত্যুই অপেক্ষমান। তাই সামনেই এগোবার সিদ্ধান্ত তার। আরো অনন্তকাল হাটে তরুণ পেলিক্যান।

পিছনের ঝাকটি তা-ও দৃষ্টির বাইরে যায়না তার। সময় সবসময় নিষ্ঠুর। দুঃসময় নিষ্ঠুরতম। বুঝে যায় সে। একসময় নিঃসার হয়ে আসে পা দুটো।

ডানাদুটো এলিয়ে আসে তার। তপ্ত বালুতে গলে পরে শরীর। হুহু বাতাসে শেষ নিঃশ্বাসটুকু মিলিয়ে যায় কালো ছানার। বড় হয়ে ধবধবে পাখা হতো তার। সংশপ্তক তরুণ পেলিক্যান।

মৃত্যু নিশ্চিত জেনেও যাত্রা করেছিলো জীবনের সন্ধানে। ক্লিন সন্ধ্যা ৭.২০ ১৬০৫১০


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।