আমাদের কথা খুঁজে নিন

   

গানের তরুণ



বাংলাদেশের ব্যান্ড সংগীতের এখন বোধহয় বেহাল দশা চলছে। অতি বাণিজ্যিকতার কারণে ব্যান্ড সংগীতের নামে যা চলছে তা ব্যান্ডপ্রেমীদের কষ্ট দেয়। অথচ, এ দেশের ব্যান্ডগুলোই একসময় এমন এমন গান করেছে, যা কালজয়ী হয়ে আছে। তবে পরবর্তীতে অধপাতে যাওয়ার ফলে ব্যান্ডের ভাল গানের সংখ্যা এখনো হতে গোনা। এখন ভাল গান হচ্ছেনা তা নয়, তবে তা খুবই কম নয়তো প্রচারই পাচ্ছেনা।

নব্বই এর দশক থেকে শুরু করে এখনো পর্যন্ত ভাল গানের হিসেব করলে একটি নামের কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে 'তরুণ'। আমি জানি অধিকাংশের কাছেই নামটি অপরিচিত লাগতে পারে। আমাদের দেশে গীতিকারেরা আড়ালেই থেকে যান। তরুণ তার সংগীত জীবন শুরু করেছিলেন গীতিকার হিসেবেই। খালিদের সেই কালজয়ী গান 'সরলতার প্রতিমা' তরুণের লেখা।

পরবর্তীতে 'চাইম' ব্যান্ডের এ্যালবাম 'কীর্ত্তণখোলা'তে ছয়টি গানের কথা ও সুর দেন তরুণ। 'ডিফরেন্ট টাচ' ব্যান্ডের কথা সবার মনে আছে নিশ্চই। তাদের দ্বিতীয় এ্যালবাম 'প্রশ্ন'তে ছয়টি গান তরুণের লেখা ও সুর করা। জেমসের অসংখ্য জনপ্রিয় গান রয়েছে যেগুলো তরুণের কথা ও সুরের। যেমন- খোদা ভগবান ঈশ্বর, বর্ষা, স্বপ্নহারা ইত্যাদি।

২০০১ সালে তরুণ একটি ব্যান্ড গঠন করেন, নাম 'দ্য ট্র্যাপ'। মূলত 'বেনসন এন্ড হেজেস স্টার সার্চ' এ পারফর্ম করার উদ্দেশ্যে ব্যান্ড লাইনআপ করে তারা জিতে নেন রানার্স আপ আসনটি। এরপর থেকে তরুণের কণ্ঠস্বর শোনা যেতে থাকে একটু-আধটু। বিভিন্ন মিক্সড এ্যালবামে পাওয়া যায় তার গান। মিক্সড এ্যালবামে গাইলেও তরুণ সবসময় নিজের কথা ও সুরে গেয়েছেন, তাই তার গানগুলো হয়েছে অনন্য।

তার গায়কীর ভেতরেও পাওয়া যায় র' ধাচের একটা বৈশিষ্ট, এ যেন শ্রোতার নিজের কথা। তরুণের গান রয়েছে এরকম কয়েকটি মিক্সড এ্যালবাম হলো- দাড়া রে (তাহার সকল চাতুরী), সাদাকালো (কষ্ট বেচে খাই, কাঙ্খীত মানবী), সীমানা (নেমে এসো বৃষ্টি, বাতাসের সাথে), নক্সীকাথা (কে তুমি, অধিকার হারিয়ে), অন্যরকম (তুমি নদী), অগ্নিধ্বনি (আমার দুচোখ), বি রক (কষ্ট), চিকিচিতা (আনলাকি ১৩) ইত্যাদি। ২০০১ সালেই সাউন্ডটেক থেকে বের হয় তাদের ব্যান্ড 'দ্য ট্র্যাপ' এর প্রথম এ্যালবাম 'ঠিকানা'। কমপিউটার এবং ডাউনলোড এর বদৌলতে এখনো পর্যন্ত এ এ্যালবামের কয়েকটি গান, বিশেষকরে 'চলে যদি যাবি দূরে স্বার্থপর' খুবই জনপ্রিয় কিন্তু গায়ক রয়ে গেছে আড়ালেই। পরবর্তীতে ওয়ার্ল্ড মিউজিক থেকে তরুণ বের করেন তার একক এ্যালবাম 'কষ্টের কয়লা'।

অসাধারণ কিছু গানের এ্যালবাম কিন্তু জনপ্রিয়তা পায়নি। এ বছর বের হয়েছে তার দ্বিতীয় একক এ্যালবাম 'স্বার্থপর'। জোড়াতালির গানের ভিড়ে তরুণ বোধহয় এবারও তার গানের মত 'আনলাকি' থেকে গেলেন। অনেক জনপ্রিয় শিল্পী তরুণের গান গেয়েছেন। সর্বশেষ আসিফ এর লেটেস্ট এ্যালবাম 'বন্ধু তোর খবর কি রে' তে তরুণের গান রয়েছে।

যাক! আসিফের গলা দিয়েও এবার শোনার মত গান হলো! তরুণ একটু প্রচার বিমুখ কিনা কে জানে? না হলে তার বেলায়ই এমন হয় কেন? তবে আমরা যারা ভাল গান শুনতে চাই, তাদের তো খুজে খুজেই শুনতে হবে। তরুণের জয় হোক! তারুণ্যের জয় হোক! সবাইকে শুভেচ্ছা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.