আমাদের কথা খুঁজে নিন

   

জিনের কারসাজি ।

প্রদীপ হালদার,জাতিস্মর। একজন হাবাগোবা । একজন বুদ্ধিমান । একজন ঘুম থেকে উঠে পেটের ক্ষুধা মেটানোর কাজে ব্যস্ত । আর একজন ঘুম থেকে উঠে আবিষ্কারের নেশায় মগ্ন ।

একজন ঠিকমতো পড়াশোনা না করেও আজ ডাক্তার হয়েছে । অন্যদিকে সারা দিন রাত পড়াশোনা করেও একজন একটি চাকরি জুটাতে পারলো না । একজন ঘুম থেকে উঠেই মানুষকে গালিগালাজ করছে । মানুষকে খারাপ মন্তব্য করছে । আর একজন মানুষকে ভালবেসে চলেছে ।

এর জন্য দায়ী কে ? এর জন্য দায়ী ডি.এন.এ.-এর ভেতরকার জিন । জিন ঠিক করবে মানুষটি কেমন হবে । জিন ঠক করে দেয় এক একজন মানুষের চরিত্র কেমন হবে । খারাপ চরিত্র আছে এমন মানুষকে ভালো চরিত্রে নিয়ে যাওয়া কঠিন । আবার ভালো চরিত্রের মানুষকে খারাপ চরিত্রে নিয়ে যাওয়া কঠিন ।

এর জন্য দায়ী ডি.এন.এ.-এর জিন । সব জিনের কাজ মানুষ এখনো জানতে পারে নি । কেউ লেখক হয় । কেউ কবি হয় । কেউ বিজ্ঞানী হয় ।

কেউ ভিখারী হয় । সবই জিনের জন্য । জিনকে বাদ দিয়ে আমরা আমাদের কথা ভাবতে পারি না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।