আমাদের কথা খুঁজে নিন

   

আঠারো মাসে বছর

বড় বড় ত্যাগ যতো সহজ ছোটো ছোটো ত্যাগ ততোই কঠিন একটা প্রবাদ শুনেছিলাম আঠারো মাসে বছর ।এখন দেখছি বাস্তব জীবনে তাই হচ্ছে। এখন হয়তো ভাবছেন কিভাবে এটা সম্ভব , হ্যাঁ সম্ভব এবং আমার কাছে তাই মনে হচ্ছে সামুতে এর আগে একটা একাউনট খুলেছিলাম কিন্তু তা জেনারেল করার আগেই বেন করলো কর্তৃপক্ষ ।যাক এটা তাদের বেপার কিন্তু আমার এই একাউনট টা খোলার পর ৭ দিন পর্যবেক্ষনে রাখবে বলেছেন কর্তৃপক্ষ কিন্তু এই সাত দিন যে কবে শেষ হবে সেটা বুজতে পারছিনা । তবে আমার তো মনে হচ্ছে যে এটা প্রায় ১ মাস ৭ দিন এর বেশি হয় গেছে।তাই এই কথাটা বলেই ফেললাম যে আঠারো মাসে বছর আমার বাস্তব জীবনে চলে এসেছে তাই কর্তৃপক্ষ এর নিকট আবেদন করছি যে আমাকে জেনারেল ও সেভ করে ভাল ভাল ব্লগ লেখার সুযোগ দিন......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।