আমাদের কথা খুঁজে নিন

   

আজকাল বুকের ডানপাশে ব্যাথা

সাদামনের মানুষ : প্রথমতো সবকিছু সুন্দররূপেই দেখে... বুকের ডানপাশে খুব গভীরে একটি ব্যাথা জলশূন্যচড়ার মতো ভেসে উঠছে আজকাল এ ব্যাধি বেশিদিনের নয় অল্প কিছুদিন ধরে সে বাসা বেধেছে আমার বুকে এক নয় একাধিক শুভাকাঙ্ক্ষী-শুভানুধ্যায়ীর সাথে পরামর্শ করে জেনেছি- এ তেমন কিছু নয় কেননা এটি বুকের ডানপাশে অবস্থিত তবু মনকে বুঝ মানাতে পারিনি- ছুটে গিয়েছি নিকটতম ডাক্তারের কাছে ফলাফল তথৈবচ; ও কিছু নয়- শুধু ধূমপান একটু কমাতে হবে বৈকি! একদা ভালোমন্দের হিসাব ছাড়াই ভার নিয়েছিলাম ভালোবাসার- সখের বসে সুখি হব বলে স্বপ্নের দৃষ্টিপাত মেলে দিয়েছিলাম দিগন্তজোড়া উন্মাতাল বুনোবাতাসে; দিগ্বীদিক অস্থির সময়ধ্বনির মিশেল কালোধোয়ায় বুক ভরে আশ্বাস নিতে পারিনি কখনো- কদাচিত-কস্মিনকালেও যদিও আপাতদৃষ্টিতে প্রতীয়মান- আমার হৃদয়ের কোনো ব্যাধী নেই, তবুও আজকাল বুকের ডানপাশটা ভীষণ অশান্ত সুরে দুমরে-মুচড়ে ওঠে- বিনির্মাণ সুখের অসুখে...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।