আমাদের কথা খুঁজে নিন

   

সমকামিতা ও ধর্ম বা অন্যান্য বিধি নিয়ে বিতর্ক চলছে কয়েকটি পোষ্টে, এখানে আমার কথা হল ধর্ম বা সব কিছু নিজের পালনের জন্য থাকলে ঠিক আছে, অন্যকে ডিক্টেট করতে আসলে তাকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে

চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি সমকামিতা একধরণের মানসিক ও শারীরবৃত্তিয় প্রক্রিয়া। যারা এতে স্বেচ্ছায় অংশ নিতে চান, নেবেন। তা নিয়ে অন্যের, সমাজের রাষ্ট্রের কিছু বলার কথা নয়। আর যারা জোর করে যৌন সম্পর্ক স্থাপন করতে চাইছেন, সে সমকামী বিপরীতকামী যাই হোন, সেটার জন্য নির্দিষ্ট শাস্তি আছে। সেটা জোরের শাস্তি,সীমা লঙ্ঘনের শাস্তি। সমকামিতা বা বিপরীতকামিতার নয়। যারা পরিণত বয়স্কদের স্বেচ্ছায় সমকামিতা বা বিপরীতকামিতাকে জোর করে বাধা দিতে চাইবেন, রাষ্ট্রের উচিৎ তাদের সেই জোরকে শাস্তি দেওয়া। ধর্ম বা সব কিছু নিজের পালনের জন্য থাকলে ঠিক আছে, অন্যকে ডিক্টেট করতে আসলে তাকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।