আমাদের কথা খুঁজে নিন

   

ছিন্নমূল শিশুদের আপনারা যেভাবে সাহায্য করেছেন : উপহার বন্টন

আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে সকলেই ভাল আছেন এবং আপনার আশে পাশের সবাইকে ভাল রেখেছেন। নিজে ভাল থাকবেন ও আপনার পাশের মানুষটিকেও ভাল রাখবেন। গত ২০শে জুন টিউনারপেজ থেকে একটি উদ্যোগের কর্মসূচী ঘোষণা করা হয়েছিল। উদ্যোগটি ছিল “মানবিক দৃষ্টি আকর্ষন : আমরা দাঁড়িয়েছি ছিন্নমূল শিশুদের পাশে” । যেখানে আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদেরই কিছু ছিন্নমূল শিশু ভাইবোনদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়া।

আমরা বলেছিলাম “যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে” শুরুতে ভেবেছিলাম আমরা যদি অন্ততঃ ৫টি শিশুকেও সাহায্য করতে পারি, সেটিই হবে আমাদের সফলতা। অবশেষে আমরা আমাদের উদ্যোগটির শেষ প্রান্তে চলে এসেছি। কিছু অস্বাভাবিক হৃদয়বান মানুষ আমাদের পাশে এসে দাঁড়ানোর ফলেই হয়ত আজ ছোট্ট পরিসরে হলেও আমরা সফল হতে পরেছি। এ সফলতা আসলে কারো একার নয়, এটি আমাদের সবার সফলতা। মূলতঃ এটি আমাদের দায়িত্ব।

কর্মসূচীটি ঘোষণার পর থেকেই আমাদের উদ্যোগটি সফল করার জন্য অনেকই অনেক রকম ভাবে সাহায্যো সহযোগিতা করেছেন। আমাদের পোস্ট টি ফেসবুকে শেয়ার করেছেন ৫৬৮ জন এবং অর্থ দিয়ে সাহায্য করেছেন। কেউ আবার এগিয়ে এসেছেন পরিশ্রম দিয়ে, কেউ আবার মানসিক ভাবে আমাদের মজবুত করেছেন। আসলে সকল কিছু সফল হয়েছে আপনাদের একান্ত সাহায্য ও সহযোগিতায়। যার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা যাবে না।

ছিন্নমূল শিশুদের জন্য করা কর্মসূচীর প্রতিবেদন : - অবশেষে আমরা সফল হয়েছি ছিন্নমূল শিশুর মুখে হাসি ফুটাতে। আমাদের যাত্রা শুরু হয়েছিল সকাল ১০টায়। আমাদের টিম মেম্বার ছিলেন- ইখতিয়ার, মহা প্লাবন, তনু, মহসিনা, ফাতেমা উদ্দিন, জিয়া, খৈয়াম, রাজু, ইশান, মনির, ফাহিম। যাত্রা শুরু করার ঘণ্টা খানেক পড়ে খিলগাঁও রেইল গেট বস্তির ধারে আমরা প্রথমে জায়গা বিশ্লেষণ করি । তারপরে কাপড় নিয়ে নিরাপদ স্থানে রাখি।

শিশুদের লাইনের মাঝে রেখে বিতরণ করা শুরু করি। সেখানে প্রথম দিকেই ছিল ১৫০-১৮০ শিশু। কিন্তু পড়ে সেখানে জমা হয় যায় অসহায় ২০০ থেকে ৩০০ শিশু। কিন্তু আমাদের সীমিত কাপড় থাকা সত্তেও কাজটি শুরু করা হয়। সব কিছু সহজ ভাবে চলতে থাকলেও শেষের দিকে আমাদের সকল সদস্যদের কাজটি সামাল দিতে কিছু বেগ পোহাতে হয়েছিল।

সেখানে বড় এবং শিশু মিলিয়ে প্রায় ৪০০ লোকজন জড় হয়ে গিয়েছিল যার ফলে শেষের দিকে ছিন্নমূলের শিশুদের সাথে থাকা লোকেরা নিজেদের মাঝে ঝাঁপা ঝাঁপি করা শুরু করার কারনে একটু ছন্ন ছাড়া হয়ে যায় আমাদের টিম । এবং তারই মধ্যে আমাদের দু’জন সদস্য সামান্য আচঁড়ের সম্মুখীন হয়। সবার পক্ষ থেকে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ । ছবি দেখতে। http://www.tunerpage.com/archives/25306 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.