আমাদের কথা খুঁজে নিন

   

ময়মনসিংহ জিলা স্কুলের ৯৫ ব্যাচের উদ্দ্যোগে আয়োজিত ছিন্নমূল পথ শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগ করার কর্মসূচী



বর্তমানে ফেসবুক সামাজিক যোগাযোগের জনপ্রিয় একটি মাধ্যম। ফেসবুকের মাধ্যমে যে কোন ঘটনা অতি অল্প সময়ে সবার সাথে ভাগ করা যায়। এই ফেসবুককে ব্যবহার করে ময়মনসিংহ জিলা স্কুলের ৯৫ ব্যাচের শিক্ষার্থীরা একটি গ্রুপ তৈরী করেছিল নিজেদের মাঝে যোগাযোগ রক্ষা ও জীবনের বিভিন্ন ঘটনার অনুভূতিগুলো ভাগ করা যেমন কারো বিয়ে, বাচ্চার জন্ম, নতুন বান্ধবী, প্রিয় কুকুরটির মৃত্যু এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন। গ্রুপটির নাম MZS-95 ( Mymensingh Zilla School S.S.C. 95 Batch)। গ্রুপটির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আলী (তাতুল) ও গ্রুপটি তৈরী করেছিল মাসুদুল হক (বাবু)।

বর্তমানে গ্রুপটির সদস্য সংখ্যা ৪৮। এই গ্রুপটি যেসব উদ্দেশ্যে গঠিত হয়েছিল তার মাঝে অন্যতম একটি ছিল সামাজিক দায়বদ্ধতা থেকে কিছূ করা। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে এবার ঈদ-উল-ফিত‌র এর আনন্দ ছিন্নমূল পথ শিশুদের মাঝে ছড়িয়ে দিতে ময়মনসিংহ জিলা স্কুলের ৯৫ ব্যাচের উদ্দ্যোগে ছিন্নমূল পথশিশু/এতিম/প্রতিবন্ধীদের ঈদের নতুন জামা ও খাবার বিতরন কর্মসূচীর আয়োজন করে। ফেসবুকের সকল বন্ধুদের কাছে সাহায্যর আবেদন জানানো হয়। বত্তব্যটি ছিল, ‍ আমরা অনেকেই সামনের ঈদের জন্য নিজেদের কিনাকাটা নিয়ে কত চিন্তা ভাবনা করছি, তাই না? তাই, আমরা কি পারি না আমাদের আনন্দের কিছুটা অংশ কিছু ছিন্নমূল পথশিশু/এতিম/প্রতিবন্ধীদের সাথে ভাগ করে নিতে? আমাদের অল্প একটু সাহায্যই এইসব ছিন্নমূল পথশিশু/এতিম/প্রতিবন্ধীদের মাঝে হাসি এনে দিবে।

আমরা যে যেমন পারি সাহায্য করব। হয়তো আমরা একটু সাহায্যই পারে একজন ছিন্নমূল পথশিশু/এতিম/প্রতিবন্ধীদের মুখে হাসি ফুটাতে। আবেদন করার পর এত সাড়া পেয়েছি যে মনে হয়েছে আমরা ইচ্ছা করলেই এইসব সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অনেক কিছু করতে পারি, প্রয়োজন শুধু উদ্দ্যোগের। এই উদ্দ্যেগকে বাস্তবায়িত করার জন্য আমরা সময় পেয়েছিলাম গত ২৭ আগষ্ট থেকে ৭ সেপ্টেম্বর মোট ১১ দিন। এই স্বল্প সময়ের মাধ্যে বন্ধুদের কাছ থেকে অভূতপূর্ব সারা পাই যা প্রায় ৮৯,০০০ টাকার অধিক একটি তহবিল গঠন করতে সাহায্য করে আর এই টাকা দিয়েই আমরা ১০০০ এর অধিক ছিন্নমূল পথশিশু/এতিম/প্রতিবন্ধীদের মাঝে ঈদের নতুন জামা ও খাবার বিতরন করি।

বিতরন কার্যক্রমটি স্থানীয় ২ টি সংগঠনের মাধ্যমে সম্পাদন করা হয় যারা এদের নিয়ে কাজ করে। সংগঠনগুোলার নাম ১) প্রতিবদ্ধী কমিউনিটি সেন্টার ২) এডরা বাঙলাদেশ। বিতরন কার্যক্রমটি বিভিন্ন ধাপে ভাগ করা হয়। ১ম ধাপে ২৭ রোজার রাতে শহরের বিভিন্ন স্থানে প্রায় ৩০০ ছিন্নমূল শিশুদের পরিবারের মাঝে সেমাই,চিনি ইত্যাদি বিতরন করা হয়। ২য় ধাপে প্রায় ২০০ প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারের সদস্যদের মাঝে ঈদের নতুন জামা বিতরন করা হয়।

৩য় ধাপে প্রায় ১৫৩ জন পথশিশুদের মাছে নতুন জামা বিতরন করা হয়। ৪র্থ ধাপে চড় ইশ্বরদীয়ার গ্রামে প্রায় ৪৫০ টি পরিবারে ঈদের নতুন জামা বিতরন করা হয়। ৫ম ধাপে শহরের বিভিন্ন জায়গায় যেয়ে প্রায় ১০০ টি পরিবারের হত দরিদ্য বয়ষ্ক মানুষদের মাঝে নতুন শাড়ী/লুঙ্গী/পাঞ্জাবী ইত্যাদি বিতরন করা হয়। তাছাড়া ময়মনসিংহ জিলা স্কুলের ৯৫ ব্যাচের পক্ষ থেকে ময়মনসিংহ এতিমখানায় প্রায় ৭০০০ টাকা ও সবশেষ প্রায় ৫৫৫৮ টাকা গোলকীবাড়ী জামে মসজিদের উন্নয়নের খাতে শুভেচ্ছা উপহার হিসাবে দেয়া হয়। এরকম সুবিধাবঞ্চিত অনেক শিশুদের হাস্যেজ্জল মুখ দেখে এবার আমাদের ঈদ হয়েছে অন্যরকমের।

আমাদের কর্মব্যস্ত জীবনের মাঝে কিছূটা সময় এইসব ছিন্নমূল পথশিশু/এতিম/প্রতিবন্ধীদের সাথে ভাগ করতে পেরে আমরা সবাই অনেত আনন্দিত। ময়মনসিংহ জিলা স্কুলের ৯৫ ব্যাচের আহবানে যারাই আমাদের পাশে দাড়িয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা। তাতুল

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.