আমাদের কথা খুঁজে নিন

   

মানবিক দৃষ্টি আকর্ষন : আমরা দাঁড়িয়েছি ছিন্নমূল শিশুদের পাশে

মডারেসন প্যানেল আমাকে ব্যান করায় আমি পোস্ট দিতে পারছিনা। জানিনা এরা কবে আমাকে লিখতে দিবে। আসুন সকলে আল্লাহর রাজি খুশির জন্য অপর ভাইকে সাহায্য করি একটি মানবিক আবেদন : tunerpage এর জন্ম হয় অসহায় মানুষের জন্য কিছু একটা করার প্রত্যাশায়। সেই প্রতিজ্ঞা নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা স্বপ্ন দেখি আকাশের থেকে বিশাল, সমুদ্র থেকে গভীর কারণ আমরা জানি সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন না হলেও এক বিন্দু পরিমাণ হবে, তাহলেই আমরা স্বার্থক।

তাই আমরা স্বপ্নের পথে যাত্রা করি ছোট ছোট পদক্ষেপে। যেন হোঁচট খেলেও খুব দ্রুত উঠতে পারি। এখন আমাদের ছোট্ট পদক্ষেপটি বাস্তবায়ন করার সময় হয়েছে। আমরা প্রতিজ্ঞা করেছি এবারের ঈদে ছিন্নমূল একটি শিশুও বঞ্চিত হবে না তাদের অধিকার থেকে। এই উদ্দ্যোগে যদি আমাদের পাশে এসে কেউ না দাড়ায় তবুও আমরা নির্ভীকভাবে সামনে এগিয়ে যাব।

অন্তত দশটি শিশুর মুখে যদি হাসি ফুটাতে পারি তাহলে সেটাই আমাদের স্বার্থকতা। আমাদের উদ্দ্যোগ হল এবারের ঈদে ছিন্নমূল শিশুদের জন্য কিছু উপহার সামগ্রী সংগ্রহ করব। উপহারের মধ্যে আমাদের মূল লক্ষ্য জামা-কাপড়। যে যাই পারি আমরা সাহায্য করব। আমাদের এই ভাই-বোনদের পাশে এসে সবাই দাড়ান।

সেজন্য আমাদের কিছু দানের বস্তু দরকার যেমন: টাকা, নতুন জামা-কাপড় ইত্যাদি। উপহার সামগ্রী সংগ্রহের ব্যাপারে আমাদের চিন্তাধারা : ১। আমরা ঢাকা শহরের বেশ কয়েকটি স্কুলে যোগযোগ করব এবং নবম-দশম এবং তদুর্দ্ধ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ক্লাস রুমে গিয়ে গিয়ে বলব যে যা পারে সাহায্য করতে। এবং স্কুল কর্তৃপক্ষকেও অনুরোধ করব। ২।

কয়েকটা বড় বড় শপিংমলে আমরা যাব এবং প্রতিটা দোকান থেকে কিছু অর্থ সংগ্রহ করব। ৩। নিজেদের আত্মীয়-স্বজন, প্রতিবেশী, আসে পাশের মানুষদের কাছে থেকে অর্থ সংগ্রহ করব। [উপরোক্ত কাজগুলো বাস্তবায়ন করার জন্য আপনি আগ্রহী থাকলে আমাদের টিম এর সাথে যোগাযোগ করুন, দয়া করে সবাই এগিয়ে আসুন] ছিন্নমূল, আমাদের সকল ভাই-বোনদের জন্য আপনিও যা যা করতে পারেন : ১। উপরিউক্ত কাজগুলো সমাধান করার জন্য খুব জরুরীভাবে আমাদের কিছু বন্ধু দরকার যারা নিজেদের অহংকার ত্যাগ করে রাস্তায় নেমে আমাদের সাথে কাজ করবে শুধুমাত্র কিছু ভাই-বোনদের মুখের হাসির জন্য।

আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ বন্ধুরা, আপনারাও এগিয়ে আসুন। আমরা আপনাদের অপেক্ষায় আছি। এখুনি সরাসরি যোগাযোগ করুন আমাদের প্রতিনিধিদের সাথে। ২। প্রবাসী ভাইয়েরা নিচের অনলাইন একাউন্টে অর্থ পাঠানোর মাধ্যমে সাহায্য সহযোগীতা করুন।

* PayPal : * Alertpay : ৩। আমাদের এই উদ্দ্যোগটি সফল করতে সকল প্রকার ব্লগ সাইটগুলোতে এই পোষ্টটি প্রকাশ করুন। তবে অবশ্যই মূল পোষ্টের লিঙ্ক দিবেন। তাহলে সব আলোচনা একই জায়গায় করা যাবে। অন্যথায় ছড়িয়ে ছিটিয়ে যাবে।

আর অবশ্যই ফেসবুক, টুইটারে এই পোষ্টটি করে সবাইকে জানিয়ে দিয়ে অন্যকে উৎসাহিত করে নীরব ভূমিকা অন্তত্য পালন করুন। ৪। দেশের বন্ধুরা নিচের দেওয়া ব্যাংক একাউন্টের মাধ্যমে অর্থ সহায়তা করতে পারেন। মোহাম্মদ ইখতিয়ার হোসাইন সঞ্চয় হিসাব নং : 108 101 213538 ডাচ বাংলা ব্যাংক লি. খিলগাঁও শাখা, ঢাকা। তাছাড়া আমাদের নিম্নবর্ণিত প্রতিনিধিদের মাধ্যমে সাহায্য করুন।

* মোহাম্মদ ইখতিয়ার হোসাইন – +88 01816 463 265 (ঢাকা) * প্লাবন – +88 01717 480 652 (ঢাকা) * মনির – +88 01823 133 891 (লক্ষ্ণীপুর) * জামিল হোসাইন সেজান – +88 01717 141 858, +88 01723 552 063 (রাজশাহী) * সাইফুল্লাহ - 0033 603 456 606 (ফ্রান্স) এখন পর্যন্ত এই আয়োজনে এগিয়ে এসেছে একদল সাহসী এবং নির্ভীক কর্মী। যারা মনে প্রাণে পণ করেছেন “যদি তর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে” । সকলের প্রতি আহবান আপনারাও ভূমিকা রাখুন এবং দলের সাথে যোগ দিয়ে এগিয়ে আসুন এই মানবিক একটি আয়োজনে। [এছাড়াও আমাদের সাথে বিভিন্নভাবে জড়িত আছেন - তাসফিক, নাজিম, আশরাফ জনি, মহসিনা আরিফা, কাকতাড়ুয়া, পুদিনা পাতা] ৫। নিজ নিজ এলাকায় এই বিষয়টি নিয়ে আলোচনা করুন।

এবং নিজ নিজ এলাকার প্রতিনিধি হয়ে আমাদের সাথে যোগ দিন। উপহার সামগ্রী বন্টন : ১। ২০ রমযানের মধ্যে অর্থ সংগ্রহ হয়ে যাবার পর সবাই মিলে আমাদের ছিন্নমূল ভাই-বোনদের জন্য কেনাকাটা করব। ২। ২১-২৫ রমযানের মধ্যে আমরা মূলত: ঢাকা শহরের যতগুলি বস্তি আছে সেখানে নিজেরা গিয়ে উপহার সামগ্রী বন্টন করব।

পরিশেষে বলতে চাই, বেশী নয় শুধু আপনার এক দিনের হাত খরচটুকু ছিন্নমূল ভাই-বোনদের উপহার দিন। সাময়িক হলেও অন্তত এক বিন্দু হাসিতো আমরা ফুটাতে পারব তাদের মুখে। সবার প্রতি আন্তরিক অনুরোধ এই উদ্দ্যোগটি সফল করতে আমাদের সাথে যোগদান করুন। এছাড়াও আপনাদের মূল্যবান যে কোন মতামত দিতে পারেন আমাদের সূত্রঃ দেখুন এইখানে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।