আমাদের কথা খুঁজে নিন

   

নারায়ণগঞ্জে সিমেন্টের ট্রাকে আগুন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল পৌঁনে ৬টার দিকে ফতুল্লার ভোলাইল এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে ঝটিকা মিছিল বের করে হরতাল সমর্থকরা। এ সময় তারা ক্রাউন সিমেন্টের একটি ট্রাক ও প্রিমিয়ার সিমেন্টে একটি কভার্ডভ্যানে আগুন দেয়। রাস্তায় বেশ কয়েকটি যানবাহনও ভাংচুর করা হয় এ সময়।
তবে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই শিবিরকর্মীরা দ্রুত পালিয়ে যায় বলে ফতুল্লা মডেল থানার পরিদর্শক(তদন্ত) সাইফুল ইসলাম জানান।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের যুদ্ধাপরাধ মামলার রায়ের তারিখ থাকায় বুধবার এই হরতাল করছে দলটি। জামায়াতের সাবেক আমির গোলাম আযমের রায় ঘোষণা ও ৯০ বছর কারাদণ্ড দেয়ার প্রতিবাদে গত দুই দিনও হরতাল করে তারা।
হরতালকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও নারায়ণগঞ্জ শহরে গণপরিবহন চলাচল করেছে। মহাসড়কসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র‌্যাব ও পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.