আমাদের কথা খুঁজে নিন

   

নারায়ণগঞ্জে তাণ্ডব: আরো ৪ মামলা

পুলিশ ও র‌্যাবের দায়ের করা এসব মামলায় হেফাজতকর্মীদের পাশাপাশি জামায়াত ও বিএনপি কর্মীদেরও আসামি করা হয়েছে।
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (ক অঞ্চল) মো. আহসান জানান, মঙ্গলবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাগুলো দায়ের করা হয়।
১৩২ জনের নাম উল্লেখ করে ১৪ হাজার মানুষকে আসামি করা হয়েছে এসব মামলায়। তবে বুধবার সকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সোমবার পুলিশের সঙ্গে হেফাজতের  সংঘর্ষের সময় দুই পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় ২৮ জনের নাম  উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ২/৩ হাজারকে আসামি করে একটি মামলা করেন সিদ্ধিরগঞ্জ থানার এস আই আলমগীর হোসেন।


হেফাজতের ‘ভেতরে থাকা দুস্কৃতকারীদের’ হামলায় তিনজন নিহত হওয়ার অভিযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে দ্বিতীয় মামলাটি করেন এস আই আতাউর রহমান।
এছাড়া সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায়  ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনায় এস আই ফরিদ আহম্মেদ ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ২/৩ হাজার আসামির বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন।
আর  র্যাব সদস্যদের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও  গাড়িতে আগুন দেয়ার অভিযোগে র্যাব-১১ এর ডিএডি শ্রীকান্ত ত্রিপুরা ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ৭/৮ হাজার লোককে আসামি করে মামলা দায়ের করেন।
আইনশৃঙ্খলা বাহিনী রোববার রাতে ঢাকার মতিঝিল থেকে হেফাজতকর্মীদের সরিয়ে দেয়ার পর তারা ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে।
পুলিশ ও বিজিবি অবরোধ সরাতে গেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় হেফাজতকর্মীরা।

এ সময় দুই বিজিবি ও দুই পুলিশ সদস্যসহ অন্তত ১৯ জন নিহত হন, আহত হন শতাধিক।
সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে বিজিবি ও র‌্যাবের গাড়িসহ দশটি যানবাহন পুড়িয়ে দেয়া হয়।
ওই ঘটনায় রোববার সোনারগাঁও থানায় আরো ৫টি মামলা দায়ের হয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.