আমাদের কথা খুঁজে নিন

   

Pendrive থেকে লোড করুন Windows XP অথবা Windows 7

নিজে জানুন , অন্যকে জানান। । । কেমন আছেন সব্বাই ? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।

গুরুত্বপূর্ণ বলছি কারন, এই সমস্যার ভূক্তভূগী একসময় আমি নিজেই ছিলাম। যাই হোক কাজের কথা বলি। মনে করুন খুব সকালে ঘুম থেকে উঠে লাফদিয়ে এসে বসে পড়লেন কম্পিউটারের সামনে। অন করলেন কম্পিউটারের সুইচ। কিন্তু একি ? দেখলেন অপারেটিং সিষ্টেম মিসিং।

রিতিমত বসে পড়লেন অপারেটিং সিষ্টেম লোড করার জন্য। কিন্তু আবার একি ? কাজ করছে না CD ROM টিতে। আসলে বিপদ যখন আসে সব দিক দিয়েই আসে। তাই বলে কি থেমে থাকবে অপারেটিং সিষ্টেম লোড ? না। হাতের কাছে থাকা সামান্য একটি Pendrive ই আপনাকে মুক্তি দিতে পারে এ সমস্যা থেকে।

কাজ করতে পারে CD ROM এর বিকল্প ব্যবস্থা হিসাবে। আসুন জেনে নেই কিভাবে এটি সম্ভব..................... যা যা লাগবে ১। একটি 4GB Pendrive ২। একটি Windows XP or Windows 7 এর DVD ৩। Novicorp WinToFlash 0.7 নামক এই ছোট্ট সফটওয়্যারটি ৪।

অপারেটিং সিষ্টেম সচল থাকা একটি কম্টিউটারের সাহায্য। যা করতে হবে ১। প্রথমে অপারেটি সিষ্টেম সচল থাকা একটি কম্পিউটারে আপনার Pendrive টি প্রবেশ করান। এখন Pendrive টি ফরমেট করুন। ২।

লিংকটি থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ৩। এখন ZIP Folder টি Extract করুন এবং WinToFlash.exe নামক ফাইলটি Run করুন। First start wizard নামক একটি উইনডো আসবে, ডান পশের নিচের দিকে Next-এ ক্লিক করুন। “I accept” টিক দিয়ে পর্যায়ক্রমে Next করতে থাকুন মেসেজ উইনডো টি চলে যাবে।

নিচের ছবির ন্যায় একটি উইনডো দেখতে পারবেন। ৪। এখান থেকে Advanced Mode অপশন টি সিলেক্ট করুন। ৫। Windows 7 এর জন্য “Transfer windows Vista/2008/7/8 setup to USB drive” অপশন সিলেক্ট করুন।

৬। windows XP এর জন্য “Transfer windows XP/2003 setup to USB drive” সিলেক্ট করে Run এ ক্লিক করুন। ফলে নিচের ছবির ন্যায় একটি মেসেজ আসবে ৭। এখান থেকে Windows source path এর ডান পাশ থেকে Select এ ক্লিক করুন এবং XP এর CD দেখিয়ে দিন। সাথে সাথে নিচের USB drive এর Select এ ক্লিক করে আপনার Pendrive টির লোকেশন দেখিয়ে দিন।

এখন ডান পাশের নিচের দিক থেকে Run এ ক্লিক করুন। “I Accepted the terms of the license agreement” সিলেক্ট করুন এবং Continue এ ক্লিক করুন। ব্যাস। এখন দেখুন আপনার পেনড্রাইভটিতে XP লোড হচ্ছে। লোডিং শেষ হলে Finish মেসেজ উইনডো দেখাবে।

তখন Finish এর ক্লিক করে বেরিয়ে আসুন। ৮। এখন Pendrive টি আপনার অপারেটিং সিষ্টেম মিসিং কম্পিউটারে প্রবেশ করান। এবং Windows XP লোডের সাধারন সিষ্টেম অনুযায়ী লোডিং শেষ করুন। সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ।

লোডিং শেষ হলে, কেমন লাগল জানাতে ভূলবেন না কিন্তু। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.