আমাদের কথা খুঁজে নিন

   

আপনার Pendrive বা Memory কার্ডের Backgroundপরিবর্তন করুন (সফটওয়্যার ছাড়া)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমরা শিখব কিভাবে পেনড্রাইভ বা মেমোরি কার্ডের Background পরিবর্তন করতে হয় তার নিয়ম, অনেকে হয়ত সফটওয়ার দিয়ে এইকাজটি করছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সফটওয়ার ছাড়া করতে হয় তার নিয়ম।
শুরুতে সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা......... ...।

প্রথমে আপনার পিসির সাথে Pendrive বা Memory সংযুক্ত করুন, এবার ফটোশপ চালু করে যে ছবিকে আপনি আপনার Pendrive বা মেমোরি কার্ডের Background হিসেবে দিতে চান সে ছবিটা ওপেন করুন তারপর নিন্মে মাপে ছবিটা Save করুন। এবার ছবিটা কাট বা কপি করে আপনার Pendrive বা মেমোরি কার্ডে পেস্ট করুন। এরপর আপনি Notepad চালু করুন, তারপর নিচের কোডগুলো কপি করে Notepad এ Paste করুন, নিচে দেখুন।
এবার File>Save As ক্লিক করে নিচের মত Save করুন । এবার আমাদের Notepad এর সেভ করা ফাইল টি Pendrive বা Memory কার্ডের ভিতর কপি/কাট করুন।

সবশেষ একবার Refresh দিয়ে দেখুন যাদু!!! বিঃদ্রঃ কোড এর ভিতর  দেখানো HossianBD.jpg এর জায়গায় আপনার ইমেজের নাম লিখবেন- না হলে কিন্তু কাজ হবে না । ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.