আমাদের কথা খুঁজে নিন

   

রবীন্দ্রনাথ মানুষ হত্যা করার কোন গান লিখলে ভালো করতেন আমরা সেই গান গাইতে গাইতে মানুষ মারতাম ।

কাকরা সব কিছু দেখছে অনেকের মতো এ দেশকে নিয়ে এই কাকেরও অনেক উচ্চ ধারনা ছিলো কিন্তু শাপলা চত্তরের অভিযানের ঘটনার পর সে ধারণা হাওয়ায় উবে গেছে। ৭১ সালে বর্বর পাকিস্তানিরা এদেশের সাধারণ নিরীহ মানুষের উপর যখন গনহত্যা চালিয়েছিলো তখন আজকের মতো এতো সাংবাদিক এতো নিউজ এতো ক্যামেরা ছিলো না আমরা সেই গনহত্যার কোন চিত্র তেমন ভাবে পায়নি বা জানতে পারেনি কিন্তু এখন তো বাস্তবতা ভিন্ন হাজার হাজার সাংবাদিক শত শত ক্যামেরা কিন্তু সেদিনের কোন ছবি চিত্র কিছুই নেই !! কি অদ্ভুত !! যেন পুলিশ সাংবাদিকদের বলল এখন আমরা একটা গনহত্যা চালাবো তোমরা কেউ ছবি তুলো না , আর সবাই ভদ্র ছেলের মতো বলল ঠিক আছে আপনার আপনাদের গুলি চালান। এদেশের সাংবাদিকরা কার বাড়ির বৌ ভেগেছে কে পরকিয়া করছে কত গোপন সংবাদ কোথা থেকে এনে ছেপে ফেলে আর এত বড় ঘটনার কোন চিত্রই তারা ধারন করতে পারেনি। কি ভয়ংঙ্কর দেশে বাস করছি । এতো দিন জানতাম একজন দুজন করে মানুষ গুম হয় কিন্তু এখন আর কোন হিসাবই আর থাকল না।

যেখানে সাধারণ মিশিলে ৩০ বা ৪০ জন পুলিশই গুলির কারনে ৫ থেকে ৬ জন মারা যায় সেখানে ১০ হাজার একটা বাহিনীর অভিযানে মারা গিয়েছে ডিএমপির প্রধানের মতে মাত্র ১১ জন !!!! ভালো খুবই ভালো । এখন কোন মানবধিকার নেই, নেই মানবাধিকার সংগঠন। এটা ভাই মজার বর্তমানে মানুষ খুন করার যেন একটা লাইসেন্স দেওয়া হয়েছে। আপনি মানুষ মারুন মেরে বলুন জামাত শিবির ব্যাস আপনাকে আর পায় কে। আর মানুষ মেরে বাহবা দেওবার লোকেরও আজ অভাব নেই !! সত্যি মারাত্মক অবস্থা ।

এদেশকে নিয়ে আর চিন্তা করে ভাল নেই । চিন্তা করে সময় নষ্ট । সব হিসাব সব বিবেক পাল্টে দিয়েছে একটা অভিযান । মানুষ মেরে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে লাফালাফি করছি। রবীন্দ্রনাথ এই মানুষ খুন নিয়ে কোন গান লিখলে ভালো করতেন আমাদের দেশেই লোক সেই গান গাইতে গাইতে মানুষ মারতো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.