আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমা চাইছি

যে বিশ্বাস নিয়ে একটা ছোট্ট শিশু হেসে ওঠে তাকে পরে ছুড়ে দেয়া হলে, তেমনি বিশ্বাস আমি করি তোমাকে। আমি জানি তুমি দুঃখ কখনও দেবেনা আমাকে। আমি ক্ষমা চাইছি সমস্ত ব্লগারদের কাছে, পুর্বের কাহিনীতে করা কিছু প্রবর্তনের জন্য। মূলত ব্যপারটি হচ্ছে, কাহিনীর প্রধান চরিত্র ‘আমি’ তার ব্যক্তিগত জীবনে সুখি হয়নি। আমি আমার গল্পে তাকে সাময়িক সুখ দিতে চাইছিলাম।

কাহিনীটিতে আমি চরিত্রগুলোকে নামকরন করতে চাইছিলাম, কিন্তু পড়ে আমার নিজের কাছেই কেমন মেকি মনে হচ্ছিল। তাই পুরো গল্পটিকে আবার ঢেলে সাজাতে হয়েছে। কিছুটা বাস্তবতা আনার জন্যই মূল চরিত্রটিকে ‘আমি’ বলে লেখা। কাহিনীটি বাস্তব থেকে নেয়া। কেএসরথি, ভাই মূলত আপনার কাছে ক্ষমা চাইছি কাহিনীটিতে নতুন করে চরিত্রের প্রবর্তন করার জন্য।

আমার খুব কষ্ট হচ্ছিল মেয়েটির জন্য। কাহিনীতে আমি ওকে অলিক সুখ দেবার চেষ্টা করেছিলাম। ওর স্বামীকে ভাল বানাতে চেয়েছিলাম, কিন্তু স্বামী ভাল হলে যে ও প্রতারক হয়ে যাচ্ছে, সেটা মাথায় রাখিনি। যা হোক, আমি চেষ্টা করব আমার পরের গল্পগুলোতে প্রতিটি চরিত্রের নাম দিয়ে লিখতে। চেষ্টা করব যেন মেকি না লাগে চরিত্রগুলো।

আশা করি ভাল লাগবে আপনাদের। আমি লেখিকা নই, এর আগে লেখার অভ্যাস জীবনেও ছিল না। তাই হাত পাকা নয়, আশা করি ভুলগুলো নিজ গুনে ক্ষমা করে দেবেন প্রত্যেকে। ধন্যবাদ সবাইকে, যারা আমার লেখা পড়েছেন, কাহিনীর ব্যপারে নিজের মন্তব্য প্রকাশ করেছেন। নিশ্চয়ই আপনাদের আগ্রহে একসময় আমার গল্পের চরিত্র বিন্যাস সংশোধিত হবে।

তবে আর একটি কথা, আর একটি গল্প আছে, যেটা আমি প্রথম আমার ব্লগে দিয়ে পরে মুছে ফেলেছিলাম। সেটিও আমার নাম করে লেখা। কাহিনীর চরিত্রগুলোর সম্মতিক্রমে আমি সেটা এখন প্রকাশ করতে চাই। আশা করি, এই লেখাটিতে আমার চরিত্র বিন্যাস আপনারা ক্ষমা করবেন। এখানে আরও ক্ষমা চেয়ে নিচ্ছি, লেখাটি বাংলা ফন্টে নয় বলে।

ভাল থাকবেন সকলে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.